December 14, 2016
We are ready for a discussion in Parliament even tomorrow: Sudip Bandyopadhyay

Statement by Sudip Bandyopadhyay, Leader of AITC Parliamentary Party in Lok Sabha
Prime Minister Narendra Modi is accountable and answerable to Parliament. The voice of Opposition is being gagged. Sixteen Opposition parties are speaking in a united voice.
We have given Adjournment Motions from Day 1. We gave our Notice under Rule 56, Congress gave its under Rule 184. From the Government’s side they wanted a discussion under Rule 193.
An understanding was reached that the Opposition will begin a discussion but suddenly a rumour was spread that the Opposition will not let the House run after they speak. So, BJP wants to speak first.
We are ready for a discussion even tomorrow. What is happening is not just unfortunate but disgraceful.
আমরা কালকেও নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত: সুদীপ বন্দ্যোপাধ্যায়
লোকসভায় তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি:
প্রধানমন্ত্রী সংসদের কাছে দায়বদ্ধ। বিরোধী দলগুলির কণ্ঠরোধ করা হচ্ছে। ১৬টি বিরোধী দল এই ইস্যুতে ঐক্যবদ্ধ।
আমরা প্রথম দিন থেকেই মুলতুবি প্রস্তাব আনছি। তৃণমূল ৫৬ নম্বর নিয়ম অনুযায়ী নোটিশ দিয়েছে, কংগ্রেস ১৮৪ নম্বর অনুযায়ী নোটিশ দিয়েছে। সরকারের তরফ থেকে ১৯৩ নম্বর মেনে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।
একটি সমঝোতা হয়েছিল যে বিরোধীরা আলোচনা শুরু করবে, কিন্তু, হঠাৎ গুজব ছড়ানো হল যে বিরোধীরা বক্তব্য রাখার পর তাদের তরফে আর কক্ষ চলতে দেওয়া হবে না। সেই জন্য বিজেপি আগে বক্তব্য রাখতে চায়।
আমরা কালকেও আলোচনার জন্য প্রস্তুত আছি। এই পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।