Latest News

February 28, 2014

WB Govt to provide financial aid to schools to boost sports infrastructure

WB Govt to provide financial aid to schools to boost sports infrastructure

The state government Thursday announced financial assistance for schools, colleges and universities along with clubs for strengthening sports infrastructure. The Youth Affairs Department started the move to provide financial assistance to clubs last year and now educational institutes have been added to the list of beneficiaries.   

State Youth Affairs Minister Aroop Biswas announced an aid of Rs 5,000 each for 9,631 secondary and higher secondary schools, Rs 10,000 each for 499 colleges and Rs 25,000 each for 11 universities.    

For clubs, the department has decided to provide Rs 2 lakh each to 341 blocks, 118 municipalities and three notified areas. The five corporations of Siliguri, Asansol, Durgapur, Chandannagore and Howrah will be given Rs 5 lakh each and the 15 boroughs under Kolkata Municipal Corporation will be given Rs 2 lakh each. For educational institutes located in Kolkata, the aid will be provided through the School Education Department.  

This apart, the department handed cheques amounting to Rs 5 lakh each to nine persons who will set out on an Everest expedition in the last week of March. Mr Biswas said from 1947 to 2011 only four persons have set foot on the peak but the number has reached six during the past two-and-a-half years following support given by the state government.

খেলার প্রতিভা খুঁজতে অনুদান স্কুলকলেজকেও

গাঁগঞ্জ থেকে খেলোয়াড় তুলে আনতে পাড়ার ক্লাবগুলিকে আর্থিক সাহায্য দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একই কারণে কলকাতা পুরসভার সঙ্গে আর্থিক অনুদান পাচ্ছে রাজ্যের সব `টি ব্লক সেই তালিকায় নবতম সংযোজন স্কুলকলেজবিশ্ববিদ্যালয়

রাজ্যের যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেছেন, খেলাধুলোর সাজসরঞ্জাম কেনা পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্যের ১০ হাজার ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হবে শুধু সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানই এই সাহায্য পাবে

যুবকল্যাণ মন্ত্রী ঘোষণা করেছেন, “এক সময় এই রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলকলেজ থেকে খেলোয়াড় উঠে আসত সেটা বন্ধ হয়ে গিয়েছে আবার সেই ব্যবস্থাকেই চাঙ্গা করার চেষ্টা হচ্ছেশিক্ষা ক্ষেত্র, বিশেষত স্কুল পর্যায়ে শারীরশিক্ষা একটি আবশ্যিক বিষয় বিভিন্ন জেলায় এমন অনেক স্কুল আছে, যাদের খেলার জায়গা থাকলেও ক্রীড়াসরঞ্জাম নেই অর্থের অভাবে ওই ধরনের স্কুল হয়তো একটা ফুটবল, একটা ক্রিকেট ব্যাটও কিনতে পারে না সরকারের এই অর্থসাহায্যের পরিকল্পনা সেই সব স্কুলের পড়ুয়াদের উৎসাহিত করবে শহরাঞ্চলে যেসব স্কুলের খেলার মাঠ নেই, তারা `ইন্ডোর` খেলাধুলোর সাজসরঞ্জাম কিনতে পারবে সরকারি টাকায় মার্চের মধ্যেই সব টাকা বরাদ্দ করে দেওয়া হবে

কোন শিক্ষা প্রতিষ্ঠান কত পাবে?

যুবকল্যাণ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৯৬৩১টি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল পাঁচ হাজার, ৪৯৯টি কলেজ ১০ হাজার এবং ১১টি বিশ্ববিদ্যালয় ২৫ হাজার টাকা করে সাহায্য পাবে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির টাকা জেলাশাসকের মাধ্যমে দেওয়া হবে কলকাতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাওনা টাকা তুলে দেওয়া হচ্ছে শিক্ষা দফতরের হাতে সরকারি সাহায্যে নিজেদের প্রয়োজনমতো ইন্ডোর বা আউটডোর খেলার সরঞ্জাম কিনতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি

খেলাধুলোর সরঞ্জাম বাবদ বারেও আর্থিক অনুদান পাচ্ছে রাজ্যের সব ব্লক, কলকাতাসহ সব পুরসভা এবং নোটিফায়েড সংস্থা প্রতিটি ক্ষেত্রেই গত বারের চেয়ে অনুদান বাড়ানো হয়েছে বারেও মার্চের মধ্যে সাহায্য পেয়ে যাবে সব সংস্থা তবে সরাসরি নয়, নগদেও নয় জেলাশাসকের মাধ্যমে সরঞ্জাম কিনে দেওয়া হচ্ছে মন্ত্রী জানান, নিয়ম অনুযায়ী ওই সব সংস্থার সঙ্গে কথা বলে স্থানীয় বিধায়ক জেলাশাসকের কাছে সরঞ্জামের তালিকা পেশ করেন সেই অনুযায়ী জেলাশাসক তা কিনে সংশ্লিষ্ট সংস্থায় পাঠিয়ে দেন