February 13, 2014
WB Government brings four new departments under 100 days work scheme

The West Bengal Government has decided to include four new departments in the 100 days work scheme. The new departments are Animal Husbandry, Youth Affairs, Women and Child Welfare and Horticulture. Currently the departments of Agriculture, Irrigation, Forest, Fisheries, Water Resources are included in the 100 days work scheme, apart from the Panchayat department.
Earlier, departments other than the Panchayat and Rural Development accounted for about 12% of the work generated under the 100 days work scheme. The WB Govt intends to increase the share to 20%, hence this decision to bring new departments under the scheme. The target for this year is to create 22 crore days of work.
Several other departments will be included in the scheme in future. That would prove to be beneficial for not just creating employment, but also in quick completion of projects.
—
পঞ্চায়েতের ১০০ দিনের কাজের প্রকল্পে আরও চারটি দপ্তরকে অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার৷ প্রাণিসম্পদ উন্নয়ন, যুব পরিষেবা, মহিলা ও শিশু উন্নয়ন এবং উদ্যানপালন দপ্তরও ১০০ দিনের কাজ মারফত তাদের প্রকল্পগুলি রূপায়ণ করতে পারবে৷ বর্তমানে পঞ্চায়েত দপ্তর ছাড়াও কৃষি, সেচ, বন, মত্স্য এবং জলসম্পদ অনুসন্ধান এবং উন্নয়ন দপ্তর ১০০ দিনের কাজ মারফত তাদের অনেক প্রকল্পই বাস্তবায়িত করে৷
রাজ্যে ১০০ দিনের কাজে মোট যত কর্মদিবস সৃষ্টি হয়, তার বড়জোর ১২ শতাংশ পঞ্চায়েত ব্যতীত অন্য দপ্তরগুলি করে৷ রাজ্য সরকারের লক্ষ্য আগামী অর্থ বছরে এটাকে বাড়িয়ে ২০ শতাংশে নিয়ে যাওয়া৷ বাকি ৮০ শতাংশ কর্মদিবস পঞ্চায়েত দপ্তর সৃষ্টি করবে৷ প্রকল্প রূপায়ণের কাজে গতি আনতেই ১০০ দিনের কাজে পঞ্চায়েত ব্যতীত অন্য দপ্তরগুলিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা ২২ কোটি কর্মদিবস সৃষ্টি করা৷
আগামী অর্থ বছরে ১০০ দিনের কাজের প্রকল্পে আরও কয়েকটি দপ্তরকে অন্তর্ভুক্ত করা হবে৷ এর ফলে সময়ের মধ্যে প্রকল্প রূপায়ণও যেমন নিশ্চিত করা যাবে, তেমনই আরও বেশি কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হবে৷