Latest News

March 23, 2018

Upgrading of 97 more PHCs to childbirth centres

Upgrading of 97 more PHCs to childbirth centres

The Bengal Government is preparing 97 more primary health centres (PHC) across the state to be upgraded to childbirth centres.

At present, there are 915 PHCs in Bengal, of which 128 have facilities to handle childbirth. The number would touch 225 soon.

Work is on to appoint personnel, including nurses and additional doctors, at these 97 centres, as well as provide the necessary equipment. Normally, one PHC is manned by one doctor.

 

আর ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের ব্যবস্থা হচ্ছে

রাজ্যের আরও ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হচ্ছে প্রসবের সুবিধা। স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে ৯১৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা পিএইচসি আছে। তার মধ্যে ১২৮টিতে প্রসবের সুবিধা রয়েছে।

৯৭টি স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের সুবিধা চালু করতে প্রয়োজনীয় নার্সিং কর্মীদের ইতিমধ্যেই নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সবশুদ্ধ ডেলিভারি পয়েন্ট বা প্রসবের সুবিধা থাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে হবে ২২৫।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, এজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সংখ্যক নার্স পাঠানো হচ্ছে। কমপক্ষে একজন করে চিকিৎসক তো আছেনই। সংখ্যাটি আরও বাড়ানো হবে।