May 14, 2014
Trinamool Statement: Opposition demand for repoll laughable

(In English and Bengali)
The demand by the CPI(M) for re-polling in3000+ booths that saw voting in the recent free-and-fair Lok Sabha elections inWest Bengal is not only laughable but mocks the sanctity of the voting processand the integrity of the voter. It is typical of the CPI(M), which has foundthe ground slipping from under its feet, that it has held a protest meeting andmade this demand in Delhi, far away from West Bengal.
In truth, the party has been missing fromour state since it was turfed out of office in the 2011 Assembly elections andsince its oppression and misrule ended. In the Lok Sabha election campaign,Mamata Banerjee, Chief Minister of West Bengal and leader of the TrinamoolCongress, addressed over 300 meetings in the heat of a grueling summer. Thiscapped three years of able and resolute governance. We are confident thiseffort will be rewarded by the people when the votes are counted on May 16.
The opposition – led by the CPI(M) butincluding the Congress and the BJP – realise their anticshave not worked. And they are certain to be wiped out. Two local TV channels (one which has run an exit poll which gives Left 36% of the votes to Trinamool`s 33%) with open `agendas` for the last two months, deliberately hyped up a few sporadic incidents and are making a mountain out of a molehill. This has encouraged the CPI(M), the BJP and the Congress to be a party to such propaganda and disinformation. On May 16, the truth shall prevail.
Statement issued by Derek O`Brien, National Spokesperson of Trinamool Congress
—
সদ্য সমাপ্ত ষোড়শ লোকসভা নির্বাচনে সিপিএম এর তোলা ৩০০০টির ও বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি শুধুমাত্র হাস্যস্পদয় নয়, দেশের যে সব নাগরিকরা নিজেদের ভোটাধিকার শান্তিপূর্ণ ভাবে প্রয়োগ করেছেন, তাদের প্রতি অসম্মানজনক ও বটে। পশ্চিমবঙ্গে পায়ের তলা থেকে মাটি সরে যাবার পর তারা দিশেহারা হয়ে পড়েছেন – এর নিদর্শন এই যে পশ্চিমবঙ্গের ভোটে রিগিংএর দোহাই দিয়ে তারা দিল্লিতে প্রতিবাদ ও সাংবাদিক বৈঠক করছেন।
প্রকৃতপক্ষে, ২০১১ সালে ৩৪ বছরের বাম অপশাসন শেষ হবার পর থেকেই বামেদের এই রাজ্যে ভিত নড়বড়ে হয়ে গেছে, তারা এ রাজ্যে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। তৃণমূল কংগ্রেস এর সভানেত্রী ও পশ্চিম্বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ৩০০টির ও বেশি জনসভা করেছেন, প্রবল গরম উপেক্ষা করে। তিন বছরের উন্নয়ণের খতিয়ান তুলে ধরে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের ওপর সম্পূর্ণ আস্থা রাখবেন এবং ১৬ই মে জনতার রায়ে তা প্রতিফলিত হবে।
রাজ্যের বিরোধীরা – মূলত সিপিএম এবং তাদের দোসর কংগ্রেস ও বিজেপি – মানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হননি ও তাদের এই অক্ষমতা ঢাকতেই তারা কুত্সা ও অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সংবাদমাধ্যমের একাংশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের বিরুদ্ধে কুত্সা করছেন। মিডিয়ার এই একপেশে সন্গাবাদিকতা বিরোধীদের আরও উত্সাহিত করছে তৃণমূলের বিরুদ্ধে কুত্সায় লিপ্ত হতে। বিরোধীদের শত চেষ্টা সত্তেও ১৬ই মে সত্যের জয় হবে।
তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও`ব্রায়েন এর বক্তব্য