April 2, 2018
Trinamool MPs stage protest against Air India disinvestment

The All India Trinamool Congress (TMC) MPs on Monday staged a protest in the Parliament premises against the disinvestment of national carrier Air India (AI).
Trinamool Congress MPs raised slogans saying that Air India is a national asset and disinvestment shows that there is possibly a scam going on.
Last week, Trinamool Chairperson Mamata Banerjee had criticised the Central Government’s plans to sell Air India. She had tweeted, “I am sorry to read in the media about the Government inviting expression of interest for selling Air India, the jewel of our nation. We strongly oppose this and want this order to be withdrawn immediately. This Government must not be allowed to sell our country.”
এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল
এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ বিলগ্নিকরণ করার মন্ত্রীসভার সিদ্ধান্তে ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল। এই ইস্যুতে সোমবার সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল সাংসদরা। সোমবার সকাল সাড়ে দশটায় সংসদ চত্বরে মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তারা জানিয়ে দেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ মোটেই মেনে নেওয়া হবে না।
স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তোপ দেগেছেন। ট্যুইট করে সমালোচনা চড়িয়েছেন মোদি সরকারের বিরুদ্ধে।
মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সংবাদমাধ্যমে দেখলাম কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে। খুবই দুঃখজনক। এয়ার ইন্ডিয়া দেশের সম্পদ। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই সরকারকে আমাদের দেশটা বিক্রি করতে দেব না।”