Latest News

February 7, 2017

Trinamool MPs stage dharna on the need for electoral reforms and state funding of elections

Trinamool MPs stage dharna on the need for electoral reforms and state funding of elections

Trinamool Congress MPs from both the Houses of the Parliament staged a dharna today in front of Gandhi ji’s statue in the Parliament complex on the need for electoral reform and State funding of elections.

Electoral reforms has been part of Trinamool’s DNA, its very existence, since the party was established on 1st January, 1998. In the last 18 years, the first section of every manifesto, which the Trinamool has introduced for every election, has been dedicated to electoral reforms.

Trinamool Chairperson Mamata Banerjee had earlier criticised the Centre’s move to introduce electoral bonds; she had said that a decision on political funding should have be taken after obtaining opinions of all political parties.

“There should have been discussion with all political parties on the issue of political funding, electoral bonds. They should have taken opinion of all political outfits. We have long been demanding electoral reforms and state funding of elections,” she had commented.

 

নির্বাচনী সংস্কারের দাবীতে সংসদ চত্বরে ধর্ণা তৃণমূল সাংসদদের

নির্বাচনী সংস্কার ও ‘স্টেট ফান্ডেড’ নির্বাচনের দাবীতে আজ তৃণমূল সাংসদরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে ধর্ণা দেন।

১লা জানুয়ারি ১৯৯৮ সালে দল গঠন হওয়ার সময় থেকেই নির্বাচনী সংস্কারের কথা বলে আসছে তৃণমূল। বিগত ১৮ বছর ধরে তৃণমূলের সকল নির্বাচনী ইস্তেহারের প্রথম ভাগ নির্বাচনী সংস্কারের জন্যই নির্ধারিত থাকে।

গত সপ্তাহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের ‘ইলেক্টোরাল বন্ডের’ সমালোচনা করে বলেন, “স্টেট ফান্ডেড ইলেকশন’ ও নির্বাচনী বন্ডের বিষয়ে কেন্দ্রের সব দলের সঙ্গে আলোচনা করা উচিত। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচনী সংস্কার ও সরকারি তহবিলে নির্বাচন লড়ার দাবী জানিয়ে এসেছি।”