Latest News

April 5, 2017

Trinamool MPs protest outside Parliament against interest cut in small savings schemes

Trinamool MPs protest outside Parliament against interest cut in small savings schemes

Trinamool Congress today held a dharna in front of Mahatma Gandhi’s statue in the Parliament complex, protesting against the slashing of interest rates on PPF and other small savings schemes.

Party MPs from both the Houses were present, raising slogans against the Centre’s move that would hurt the common people while no action was  being taken against defaulters of NPA. The MPs demanded withdrawal of interest cut in small saving schemes by the Centre. Saugata Roy raised the issue during Zero Hour in Lok Sabha.

Bengal CM had earlier attacked the Centre on this issue and said this decision would lead to the mushrooming of chit funds. Trinamool had organised a rally against the Centre in Kolkata on April 3, 2017, on the same issue.

 

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর প্রতিবাদে সংসদে ধর্ণা তৃণমূলের

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর প্রতিবাদে সংসদে ধর্ণা দিলেন তৃণমূলের সাংসদরা। কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সরব হন তারা।

সাংসদরা বলেন সাধারণ মানুষের সঞ্চয়ে সুদের হার কমানো হচ্ছে কিন্তু ব্যাঙ্কগুলির নন-পেয়িং অ্যাসেট নিয়ে কোনো পদক্ষেপ নেই কেন্দ্রের। তারা দাবি জানান অবিলম্বে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করুক কেন্দ্র।

এর আগে বাংলার মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করে বলেন যে এই সিদ্ধান্তের ফলে চিট ফান্ডের বাড়বাড়ন্ত হবে। ৩রা এপ্রিল এই ইস্যুতে কলকাতার বুকে এক মহামিছিল করে তৃণমূল।