February 3, 2017
Trinamool MPs protest inside Parliament complex against political vendetta by Centre

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today protested against the political vendetta by Central government inside Parliament complex.
Carrying placards the MPs marched inside the complex shouting slogans against the Centre’s misuse of agencies like CBI. They also protested against the arrest of a party MP and Trinamool Lok Sabha leader.
The protests ended with the MPs assembled near the Gandhi statue inside Parliament complex where they continued their sloganeering.
In Rajya Sabha, leader of AITC Parliamentary Party, Derek O’Brien registered protest against the arrest of party’s leader in Lok Sabha. He also demanded that the House maintain one minute silence on the hundreds of deaths caused due to demonetisation. Later, Trinamool walked out of the Rajya Sabha protesting against the political vendetta by Centre.
In Lok sabha Saugata Roy registered his protest on this issue.
He said, “Madam, with your permission, I want to raise the issue of misuse of CBI for political purposes by the Central government. CBI is a caged parrot”.
His speech was disrupted by BJP MPs leading to the adjournment of the House for the day.
কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা
কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বিরুদ্ধে সংসদ চত্বরে আজ বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্যসভা ও লোকসভার তৃণমূল সাংসদরা।
প্রতিহিংসাপরায়ণ রাজনীতির লক্ষ্যে সিবিআই-এর মত কেন্দ্রীয় সংস্থাগুলোকে অপব্যবহার করা এবং তৃণমূলের লোকসভার দলনেতা ও অন্য এক সাংসদের গ্রেপ্তারের বিরুদ্ধে হাতে প্ল্যাকার্ড ধরে স্লোগান দিতে দিতে সংসদ চত্বরে আজ মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা।
গান্ধী মূর্তির কাছে তাদের মিছিল শেষ হয়।
রাজ্যসভায় তৃণমূলের পরিষদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন দলের সাংসদদের গ্রেপ্তারের প্রতিবাদ করেন। যারা নোটবাতিলের ফলে প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশে রাজ্যসভায় এক মিনিট নিরবতা পালনের দাবী জানান ডেরেক।
কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির প্রতিবাদে সভাকক্ষ থেকে ‘ওয়াক আউট’ করেন তৃণমূল সাংসদরা।