November 16, 2016
Trinamool MPs protest against demonetisation outside Parliament

Trinamool Congress parliamentarians on Wednesday staged a demonstration outside the Parliament in New Delhi opposing the demonetisation move of the Centre and demanding its rollback.
The MPs shouted slogans against demonetisation and called the move a financial emergency. Shouting “Nehi Chalega” they demanded that the measure be rolled back immediately.
“The move is only harassing the common people. We want a rollback,” they said.
Trinamool was the first party to submit a Suspension Notice in Rajya Sabha on the issue under Rule 267; other parties followed suit. The Chair allowed the suspension of business for the day to take up a discussion on demonetisation.
নোট বাতিল ইস্যুতে সংসদের বাইরে ধর্না তৃণমূল সাংসদদের
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন।
দেশে যে অর্থনৈতিক অরাজকতা তৈরী হয়েছে বিরুদ্ধে তার বিরুদ্ধে তারা প্রতিবাদে মুখর হন। তৃণমূলের দাবি, কেন্দ্রের এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে, তাই এই সিদ্ধান্তের প্রত্যাহার প্রয়োজন।
নোট বাতিল ইস্যুতে ২৬৭ নম্বর নিয়ম অনুসারে রাজ্য সভায় তৃণমূলই প্রথম সাসপেনশন নোটিশ দেয়; অন্যান্য দলগুলিও পরবর্তীতে এই নোটিস দেয়। রাজ্যসভার মাননীয় চেয়ারম্যান আজ ধার্য করেছেন নোট বাতিল ইস্যুতে আলোচনার জন্য।