Latest News

March 9, 2018

Trinamool Govt has done a lot for small and medium businesses, and farmers: Dr Amit Mitra

Trinamool Govt has done a lot for small and medium businesses, and farmers: Dr Amit Mitra

Finance Minister Dr Amit Mitra, while replying to a debate in the State Assembly, said that the Trinamool Congress Government has done a lot to help small and medium businesses, and farmers, among others, and elaborated on the statement.

He said that the government has done away with the requirement for businesses with an annual turnover of less than Rs 20 lakh to pay the goods and services tax (GST). This would benefit 1 lakh 27 thousand 45 small and medium-scale businesses.

And for those with an annual turnover of less than Rs 1.5 lakh, there is the single control system (SCS), which would benefit 1.87 lakh businesses. Additionally, there is the Composition Scheme for such businesses, through which businesses are being able to improve their bottomline by paying much less tax. This is benefitting 1.87 lakh businesses.

Dr Mitra then spelt out the measures taken for farmers by the Maa-Mati-Manush Government led by Chief Minister Mamata Banerjee.

The State Government has created a fund of Rs 100 crore for buying farmers’ products at the minimum support price (MSP) so that even when there is excess production, farmers do not suffer because of the fall in prices. He said that no other state has been able to create such a fund and that this would immensely help the farmers of Bengal.

Then, the government has also done away with the mutation fee paid by farmers to give them relief. This would benefit seven to eight lakh farmers.

 

২০ লক্ষ টাকার নীচে জিএসটি নয়ঃ অমিত মিত্র

২০ লক্ষ টাকার নীচে যে সমস্ত প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার, তাদের জন্য কোনও জিএসটি নয়। এর ফলে রাজ্যের ১ লক্ষ ২৭ হাজার ৪৫টি ক্ষুদ্র ও ছোট ব্যাবসায়ী প্রতিষ্ঠান লাভ করেছে এবং তারা ব্যাবসা করছে। বিধানসভায় একথাই জানান অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, ‘ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য সরকার।’ এছাড়াও অর্থমন্ত্রী জানান, কম্পোজিশন স্কিম চালু করা হয়েছে। অল্প ট্যাক্স দিয়ে ব্যাবসার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন ব্যাবসায়ীরা। এই স্কিমে উপকৃত হয়েছেন ৮০ হাজার।

এছাড়াও দেড় লক্ষ টাকার নীচে যাদের ব্যাবসায়িক টার্নওভার তাদের জন্য রয়েছে সিঙ্গল কন্ট্রোল সিস্টেম। এতে উপকৃত ১.৮৭ লক্ষ ব্যাবসায়ী।

মাঝারি ব্যাবসায়ীদের এন্ট্রি ট্যাক্স সুদ ও জরিমানা মুকুব, কৃষকদের মিউটেশনে ছাড় সহ রাজ্য সরকার সাধারন মানুষের জন্য যে সকল পদক্ষেপ নিয়েছে তা তিনি বিধানসভায় জানান।

কৃষকদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করা হয়েছে। অধিক ফলনে দাম পড়বে, এই অবস্থা থেকে কৃষকদের পাশে দাড়াতেই এই পদক্ষেপ। ১০০ কোটি টাকা আছে এই তহবিলে। অধিক ফলন হলেও যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান, তাই এই বিশেষ তহবিল গঠন। যা এই রাজ্যে একমাত্র আছে দেশের মধ্যে। মিউটেশন ফি মুকুব করায় লাভবান হয়েছে ৭-৮ লক্ষ কৃষক।