February 6, 2017
Trinamool expresses solidarity with Indian IT firms creating value globally

Trinamool Congress MPs today showed solidarity with the Indian IT firms creating value globally. The MPs gathered in front of Gandhi statue inside Parliament complex carrying placards. “Secure the interests of Indian IT firms creating global value”- the placards carried by the Trinamool MPs said.
The party also raised the issue during Zero Hour in the Rajya Sabha. Leader of the Parliamentary Party in Rajya Sabha, Derek O’Brien said that software engineers are a jewel in the crown of Indian and international workforce and their interests must be protected. The H-1B visa order will adversely affect the Indian IT companies, he added.
Derek O’Brien said, “75% of Fortune 500 companies have operational support from Indian IT companies. From 2011-15, American job market grew at 1.5% while India IT companies grew by 10%. We need to protect the Indian IT companies as they play a positive role across the world.”
Click here to read the full transcript of his speech
Earlier Trinamool Congress Chairperson Mamata Banerjee had expressed her concern over the issue. She had tweeted: “News about H-1B visas is concerning. We must protect our IT companies and professionals and give them full support. IT professionals are our pride and inspiration. We stand shoulder to shoulder with our brothers and sisters.”
ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির পাশে দাঁড়ালো তৃণমূল
ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের সাংসদরা। আজ সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে সাংসদরা জমায়েত হন। সারা বিশ্বে সমাদৃত ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তৃণমূল সাংসদরা।
রাজ্যসভাতেও জিরো আওয়ারে তৃণমূল কংগ্রেস এই বিষয়টি উত্থাপন করে। রাজ্যসভায় তৃণমূলের পরিষদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়র’রা শুধু ভারত না বিশ্বের সফটওয়্যার কর্মীদের মধ্যেও রত্নসম। তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করা উচিত। নতুন H-1B ভিসা নীতি এই সকল তথ্যপ্রযুক্তি কর্মীদের ব্যাপকভাবে ক্ষতি করবে বলে মনে করেন তিনি।
ডেরেক ও’ব্রায়েন আরও বলেন, “পঁচাত্তর শতাংশ Fotune 500 সংস্থাই ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির থেকে প্রয়োগগত সহায়তা নেয়। যেখানে ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে আমেরিকায় কর্মসংস্থান বেড়েছে ১.৭ শতাংশ সেখানে প্রয়োগগত সহায়তা প্রদানকারী তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির বৃদ্ধির হার ১০ শতাংশ। আমাদের উচিত ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলিকে নিরাপত্তা প্রদান করা কারন তারা সারা বিশ্বে একটি ইতিবাচক ভুমিকা পালন করে।”
গত সপ্তাহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তাঁর মতামত জানান। তিনি টুইট করে বলেছেন, “এইচ১ বি ভিসা সংক্রান্ত যে খবর সামনে আসছে তা অত্যন্ত উদ্বেগের। আমাদের তথ্য প্রযুক্তি কর্মী ও সংস্থাগুলিকে রক্ষা করা উচিত। তাদের পূর্ণ সমর্থন দেওয়াই আমাদের কর্তব্য।ভারতে বিশ্বমানের তথ্যপ্রযুক্তি কর্মী রয়েছেন। তাদের নিয়ে আমরা গর্বিত। তাদের সুরক্ষিত করা আমাদের কর্তব্য।”