January 28, 2016
Trinamool Congress would win the election: Abhishek Banerjee at Asansol rally

Trinamool Congress Lok Sabha MP Abhishek Banerjee addressed a rally of party workers at Sitalpur Football Ground in Asansol on Wednesday, January 27. Present along with him were the All-India Secretary of Trinamool Congress, Subrata Bakshi, and ministers Moloy Ghatak and Arup Biswas.
In an spiring speech, Abhishek Banerjee said, ”Don’t worry about coalitions; CPI(M) and Congress won’t be able to make any headway. The flood of development that the Mamata Banerjee Government has brought to West Bengal would wash out every Opposition effort to oust it … it’s Trinamool Congress which would win the election.”
Attacking CPI(M) leader Surya Kanta Mishra, he said, “He would lose by 30,000 votes. Now he calls himself an ex-minister. Soon he would be calling himself an ex-legislator.”
Subrata Bakshi was also there to inspire the workers, “… Strengthen the organisation … Do not say anything to embarrass the party. Development is the final word.”
ভোটে তৃণমূল জিতবেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুধবার দুপুরে আসানসোল উত্তর থানার শীতলপুর ফুটবল মাঠে এক কর্মিসভা করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কর্মিসভায় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ।
অভিষেক বললেন, ‘জোট নিয়ে চিন্তা করবেন না। জোট করে সি পি এম, কংগ্রেস সুবিধা করতে পারবে না। বাংলার বুকে মমতা ব্যানার্জি যে উন্নয়নে জোয়ার এনেছেন সেই তৃণমূল দলকে উ९খাত করতে পারবে না কেউ। তৃণমূল জিতবেই।’
সূর্যকান্ত মিশ্রকে আক্রমণ করে অভিষেক বললেন, ‘উনি এবার যেখানেই দাঁড়ান তিরিশ হাজার ভোটে হারবেন। উনি এখন নিজেকে প্রাক্তন মন্ত্রী বলেন। এরপর উনি নিজেকে প্রাক্তন বিধায়ক বলবেন।’
সুব্রত বক্সি কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ‘সংগঠনকে জোরালো করুন, ঐক্যবদ্ধ হন। এমন কাজ করবেন না, যাতে বিড়ম্বনায় পড়তে হয়। উন্নয়নই শেষ কথা।’