Latest News

October 7, 2017

Trinamool Congress supporters take part in huge protest marches across Bengal

Trinamool Congress supporters take part in huge protest marches across Bengal

A state-wide protest was organised today by the Trinamool Congress against the politics of negativity being carried on by the BJP, including causing riots and indulging in destructive activities.

Kolkata as well as the major towns and cities across Bengal saw huge protest marches, led by senior party leaders. In Kolkata, leaders like Partha Chatterjee, Subrata Mukherjee and others led protests at multiple locations in Kolkata like Behala, Gariahat, Hazra, etc.

At Behala, Partha Chatterjee addressed the crowd of marchers. He said that these protests are the people’s way of expressing their disgust for the way the BJP has been trying to create trouble in Bengal.

He said that Trinamool has information that the BJP is trying to create trouble in the Hills. The things their leaders are saying and doing shows that they do not want to abide by the Constitution. The way they are trying to support the GJM proves that. The people of Bengal have rejected Bimal Gurung as well as BJP. Partha Chatterjee said that Bimal Gurung needs to be arrested immediately.

“Let them (BJP) start a democratic protest against us, and we will counter that. But the way Mamata Banerjee’s image is being insulted in the most malicious manner, is not expected. We will give our lives but will not allow any disrespect to Mamata Banerjee.”

He further said that BJP may want to turn to violence, but Trinamool wants to point towards the development it has brought to Bengal.

“Today, we have been forced to bring out this protest march. Day after they, they have been threatening us with dire consequences. But then that is the only thing they can do. Neither do they have the support of the people nor any message of development. They are marching with tridents (trishul), swords and other weapons.”

“We led a long, hard democratic movement to remove a 34-year-old government from power, and we are continuing to work in a democratic manner, abiding by the rule of law. Hence, I want to congratulate everyone who has joined this protest today on behalf of Mamata Banerjee.”

“They brought anti-people measures like demonetisation. They did not pay heed to the problems pointed out by us before implementing GST. We had predicted that the country’s economy would be hampered badly because of demonetisation, and we have been proved true.”

“That BJP is a violent party has been proved over time; their mask of civility has been torn apart. It was proved again by yesterday’s incidents in Kolkata what kind of party it is.”

He ended by saying that Trinamool Congress was, is and will continue to be with the people of Bengal, who have given a huge thumbs-up to Mamata Banerjee’s message of growth and development.

রাজ্য জুড়ে বিশাল বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা

 

বিজেপি যে দাঙ্গা, বিভাজন ও ধ্বংসের রাজনীতি রাজ্যে চালাচ্ছে তার বিরুদ্ধে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান নেতারা কলকাতা সহ সারা রাজ্যে বিভিন্ন শহরে এই বিক্ষোভ কর্মসূচীর অঙ্গ হিসেবে আয়োজিত পদযাত্রার নেতৃত্ব দেন। অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা এইসব পদযাত্রায় অংশ নেন। কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বেরা কলকাতার বিভিন্ন অঞ্চলে যেমন বেহালা, গড়িয়াহাট, হাজরায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন।

বেহালায় পার্থ চট্টোপাধ্যায় মিছিলে অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, “বিজেপি কোনও কোনও অংশে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। গুরুংকে প্রত্যাখান করেছে বাংলার মানুষ, পাহাড়ে গিয়ে গুরুঙ্গের সঙ্গে কথা বলছে। যে গুরুংকে রাষ্ট্রদোহিতার আইনে খোঁজা হচ্ছে। এমপি যিনি দার্জিলিং থেকে জিতেছেন, গুরুংদের ভরসায় তিনি যে ধরনের কথা বলছেন, তাঁকে ও গুরুংকে আলাদা করা যায় না। যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি সংবিধানকে লঙ্ঘিত করছেন। গণতান্ত্রিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করুক, কিন্তু যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বিকৃত করা হচ্ছে, অসম্মান জানানো হচ্ছে, আমাদের ব্লকের সভাপতি তার জবাব দেবেন। আমরা সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহ’কে জানিয়ে দিতে চাই, ঘাস ফুলকে কাটবেন না, যতই কাটে তৃণমূল ততই বাড়ে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে, আমরা প্রাণ দোবো জান দোবো, তবু পদ্মফুলে ছাপ দিয়ে ডেকে আনবো না কুমিরকে। এরা আগুন লাগাতে চায়, আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই। এরা বোমা ছুঁড়ে ক্ষমতা দখল করতে চায়, আমরা উন্নয়ন দেখিয়ে মানুষের মন জয় করতে চাই।”

তিনি আরও বলেন, “যখন উন্নয়নের বাণী নেই, তখন অস্ত্র নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। ৩৪বছরের অপশাসনকে অপসারিত করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন। সংবিধান মেনে রাজ্যের হাতে যে ক্ষমতা আছে, আমরা তার মধ্যে থেকেই কাজ করতে চাইছি। যারা গণ্ডগোল করছেন, তাদের বলতে চাই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। আজ আমরা শুধু এই প্রতিবাদে পথে নামলাম। জিএসটি-তে আমাদের কথা শোনা হচ্ছে না, নোটবন্দিতে বলেছিলাম আর্থিক অবস্থা খারাপ হবে, আজ তা খারাপ হয়েছে। বিজেপি যে গুণ্ডাবাজ, দাঙ্গাবাজ আজ সেই মুখোশ খুলে পড়েছে। আমরা উন্নয়নের মাধ্যমে বাংলার মানুষের সাথে আছি।”