March 9, 2016
Ten things Mamata Banerjee said at her Malda rally

Trinamool Congress Chairperson Mamata Banerjee today appealed to the voters of Malda to reject the unholy nexus of Congress-CPI(M) and cast all votes in favour of ‘Joraphool’. She was addressing a workers’ meeting at DSA Stadium in Englishbazar.
This was her first rally for the 2016 Assembly Elections campaign.
She raised the slogans ‘Thanda matha cool cool/ Abar ashbe Trinamool’ and ‘Haat, Haturi aar poddo/ Manush korbe jobdo’. She upped the ante against Congress and CPI(M) for forming an alliance which was bereft of ideology.
Highlighting the development in Bengal over the last four and half years, she said Bengal will show the way for the rest of the country and the world in the future.
Highlights of her speech:
On CPI(M)-Congress Alliance:
Trinamool Congress chairperson Mamata Banerjee sounded the clarion call for the upcoming Assembly elations from her first campaign rally at Englishbazar in Malda. She did not spare the alliance of the Congress and CPI(M) which she termed as unholy and as selfish.She attacked the Congress and Left saying that both the parties have rejected their ideologies and has cooked up an alliance which lacks direction and logic. She launched a scathing attack on the Congress saying that the Trinamool left the UPA alliance and the Union Cabinet over FDI in retail for its ideals, but did not sell of their ideology for selfish gains.
Didi said that Trinamool was formed in 1998 because she wanted to ‘expose’ the bonhomie between Congress and CPI(M). She said the friendliness between Congress and CPI(M) which was the worst kept secret, is “official” now; masks are now off.
Trinamool is rooted to its ideology:
Stating that it is ethos of the Trinamool Congress to be with the people unlike the Congress who have time and again given up their ideology, Mamata Banerjee questioned on how the Congress could go into an alliance with the same party which killed thousands of their own party workers. She stated that the only reason she left the Congress to form Trinamool was that the Congress had forgotten their roots and ideals.
She asked the leaders of the ‘unholy nexus’ if they could look into the eyes of the people who they will ask for votes in the coming days.
Communal harmony:
Mamata Banerjee highlighted the communal harmony that West Bengal upholds. Trinamool is a party for the people and of the people themselves and that ‘Trinamool walks with all the people, be it Hindu, Muslim, Sikh or Christian. Not even one unwarranted incident happens in Bengal during festivals like Durga Puja, Eid or Christmas’, she said.
Bengal No. 1
Stating that Bengal ranks Number One for reservation of minorities, said Didi. Peace has returned to Bengal. Jangalmahal is smiling. ‘Bengal is Number One in Skill Development, 100 Days’ Work. We are a model in Kanyashree, rural electrification People are happy’, she said. Labourers and farmers are happy, she mentioned.
On social sector development
Bengal has become a pioneer in all round development in the last four-and-a-half-years, said Didi. She also stated, ‘From Kisan Credit Card to Kanyashree, Yuvashree, Gitanjali, Asha – we have given benefits to 8.5 crore people.’ ‘From Kisan Credit Card to Kanyashree, Yuvashree, Gitanjali, Asha about 8.5 crore people have received benefits of various government programs. e have set up new Mother and Child Hubs, SNSUs and SNCUs. We have made healthcare at govt hospitals free’, she said.
Bengal is a power surplus State:
Didi mentioned that the days of loads headings are now over and that Bengal is now a power surplus state. From being a model in Kanyashree to rural electrification, in the words of Mamata Banerjee, ‘Bengal will show the way to the rest of the country and the world in the future’.
Left did not develop Bengal in 34 years
Attacking the Left, Didi stated that those who were in power for 34 years should not be so desperate to fight elections so early; instead they should try and count the seats they had.
From Food Security to Sabuj Sathi
Did said thet the West Bengal Government in the last four years have given rice at Rs 2/kg to people.” We have established Uttarkanya for north Bengal. We gave away Sabuj Sathi cycles”, she said.
On Trinamool
Didi said that she was proud that she founded Trinamool. “I am a proud member of the party. We are in politics to serve people”, she said.
Slogans from Malda
Mamata Banerjee concluded the speech saying that Trinamool is alive in Bengal on the blessings of the people and that the people will continue to shower their blessings on the candidates in the upcoming elections. Haat-Haturi-Padma, Banglar Manush korbe jobdo (Hand-Hammer-Lotus, People will teach them a lesson) and Thanda matha cool cool, abar jitbe Trinamool, were the slogans raised by Didi today from Malda.
মালদার কর্মীসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উদ্ধৃতি
আজ থেকে ভোটের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মালদার ইংলিশ বাজারে তিনি একটি কর্মীসভা করলেন। এটি তার প্রথম কর্মীসভা।
তিনি বলেন, ‘হাত-হাতুড়ি-পদ্ম বাংলার মানুষ করবে জব্দ’ এবং ঠাণ্ডা মাথা কুল কুল, আবার জিতবে তৃণমূল’। কংগ্রেস এবং সিপিএমএর অনৈতিক জোটের তীব্র নিন্দা করেন।
গত পাঁচ বছরের বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী দিনে বাংলাই দেশ ও বিশ্বকে পথ দেখাবে এবং তৈরি হবে বিশ্ব বাংলা।
জোট প্রসঙ্গে তিনি বলেন সিপিএম –কংগ্রেসের জোট অনৈতিক। ওরা ওদের আদর্শ বিক্রি করে দিয়েছে। তৃণমূল ও কংগ্রেসের সঙ্গে জোট করেছিল কিন্তু নিজের আদর্শকে বিক্রি করে নয়। তিনি প্রশ্ন তোলেন যে দল তাদের শতাধিক কর্মীদের হত্যা করেছে কংগ্রেস কিকরে তাদের সঙ্গে জোট করতে পারে।
পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন সংখ্যালঘু উন্নয়নে পশ্চিমবঙ্গ এক নম্বরে। তৃণমূল মা-মাটি-মানুষের সরকার, এই মানুষের জন্যও কাজ করে। তৃণমূল সব ধর্মের মানুষের সঙ্গে আছে।
জঙ্গল মহল ও পাহাড়ে এখন শান্তি ফিরে এসেছে। স্কিল ডেভেলপমেন্ট, ১০০ দিনের কাজে প্রথম পশ্চিমবঙ্গ। কন্যাশ্রী প্রকল্পে সারা দেশের মধ্যে মডেল পশ্চিমবঙ্গ।
গত ৪ বছরে একগুচ্ছ উন্নয়ন হয়েছে পশ্চিমবঙ্গে। কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, গীতাঞ্জলী, আশা – সব প্রকল্প মিলিয়ে প্রায় ৮.৫ কোটি মানুষ উপকৃত। মাদার চাইল্ড হাব, এস এন এস ইউ, এস এন সি ইউ তৈরি করেছে সরকার। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকি९সার ব্যবস্থা করেছে সরকার।
পশ্চিমবঙ্গ এখন বিদ্যুৎ উদ্ধৃত রাজ্য। এখন আর লোডশেডিং হয় না এ রাজ্যে। খড়া, বন্যা যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা মানুষের পাশে থেকেছি।
সিপিএমকে আক্রমণ করে তিনি বলেন গত ৩৪ বছর কোনও কাজ করেনি কু९সা করতে ব্যস্ত ছিল।
পশ্চিমবঙ্গ সরকার মানুষকে ২ টাকা কেজি দরে আমরা চাল দিয়েছে। উত্তরবঙ্গের জন্যও আমরা তৈরি করেছি উত্তরকন্যা। ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে।
দিদি বলেন তিনি তৃণমূল কংগ্রেসের মত একটি দল প্রতিষ্ঠা করে গর্বিত। তিনি গর্বিত এই দলের সদস্য হিসেবে। তৃণমূল কংগ্রেস কাজ করে মানুষের জন্য। তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদে নিয়ে বাঁচে, মানুষের প্রতি দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস।
কয়েকটি স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। স্লোগানগুলি হল ঠাণ্ডা মাথা কুল কুল, আবার জিতবে তৃণমূল। “হাত-হাতুড়ি-পদ্ম বাংলার মানুষ করবে জব্দ’ ।