March 24, 2016
Trinamool candidates connect with people during Dol Utsav

The colours of Dol Utsav added flavours to the campaign of the Trinamool Congress for the forthcoming Assembly election, almost in every corner of the State.
While Mamata Banerjee greeted the people of the State through social media on this joyous occasion, other Trinamool Congress candidates connected with the local people.
From the Behala East candidate and Kolkata Mayor, Sovan Chatterjee to the Barjora candidate Soham, the Trinamool candidates spread the message of communal harmony. Rashbehari candidate Sobhandeb Chattopadhyay, Ballygunge candidate Subrata Mukherjee and Bidhannagar candidate Sabyasachi Dutta spent time rejoicing in the spirit of the festival of colours in their respective constituencies.
Laxmi Ratan Shukla during Dol in his constituency of Howrah Uttar
Sobhandeb Chattopadhyay celebrating Dol Utsav with his electorate
Krishnendu Narayan Choudhury getting splashed with colours in Malda
Goutam Deb took some time out during campaigning to celebrate Dol
Sovan Chatterjee indulging in the play of colours during Dol Utsav
দোল উৎসবে জনসংযোগ বাড়ালেন তৃণমূল প্রার্থীরা
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দোল উৎসব এক অন্য মাত্রা এনে দিয়েছে। দোল উৎসবের দিনও সারা রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে মিলে নির্বাচনী প্রচার করলেন তৃণমূল প্রার্থীরা।
মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের সকলকে শুভ দোল উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তৃণমূলের প্রার্থীরাও শহরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে এই উৎসবে সামিল হয়েছেন।
বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বড়জোড়ার প্রার্থী সোহম, প্রত্যেকেরই প্রচারের বার্তা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি।
রাসবিহারী কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, বালিগঞ্জের প্রার্থী সুব্রত মুখার্জি, বিধাননগরের প্রার্থী সব্যসাচী দত্ত নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারে গিয়ে এলাকার সাধারণ মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং রঙের উৎসবে মেতেছেন।
এদিন হাওড়ার প্রার্থী লক্ষ্মীরতন শুক্লা কোথাও ব্যাট হাতে, কোথাও টুর্নামেন্টের উদ্বোধন করে প্রচার সেরেছেন।