Latest News

June 23, 2016

Trinamool attacks Centre again on FDI 

Statement by Derek O’Brien, Chief National Spokesperson:
Trinamool Congress has consistently been opposed to FDI reforms in many areas and often outlined reasons for it at different forums, including four election manifestos since 2009 and in both Houses of Parliament. It is nice to know other parties are now following our lead.
  • The Centre’s latest decision relaxing FDI in pharma without proper regulation will affect medicine prices, hurting the middle class and the poor.
  • The Centre’s decision to allow FDI in pharma upto 74% in brownfield projects will adversely influence the Indian industry, market and common people.
  • International competition will crush farmers who are already suffering because of weather conditions and volatile market due to FDI in Food Processing.
  • FDI in defence increased to 100% and condition to access state-of-the-art technology taken out with no regard for the indigenous defence technology and market.

 

এফডিআই নিয়ে কেন্দ্রীয় সরকারকে আবার আক্রমণ তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের এফডিআই নীতি সম্বন্ধে জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন এর বিবৃতি:

তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে এফডিআই নীতির বিরোধিতা করেছে সব ক্ষেত্রে। ২০০৯ সালের নির্বাচনী ইস্তেহার এবং সংসদ সহ বিভিন্ন ফোরামে এর কারণ ব্যাখ্যা করা হয়েছে। এটা খুব ভালো কথা যে বাকি দলগুলিও এখন আমাদের অনুসরণ করছে।

ফার্মা সেক্টরে সঠিক নিয়ন্ত্রণ ছাড়াই কেন্দ্রের নতুন এফডিআই নীতি ওষুধের দামের ওপর প্রভাব ফেলবে যার ফলে মধ্যবিত্ত ও দরিদ্র মানুষ অসুবিধার সম্মুখীন হবে।

বেসরকারি ফার্মা সংস্থাগুলির ক্ষেত্রে এফডিআইয়ের সীমা বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে যা ভারতীয় শিল্প, বাজার ও মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

খাদ্য প্রক্রিয়াকরণে এফডিআইয়ের ফলে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা কৃষকদের যারা ইতিমধ্যেই খারাপ আবহাওয়া এবং পরিবর্তনশীল বাজারের জন্য ভুক্তভোগী, তাদের সর্বনাশ করছে।

প্রতিরক্ষায় এফডিআই বেড়ে ১০০ শতাংশ হয়েছে, স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি ব্যবহার করার বাতাবরণ বন্ধ হয়েছে, দেশজ প্রতিরক্ষা প্রযুক্তি এবং বাজারকে বিবেচনা না করে।