Latest News

February 15, 2018

Tourism Dept to introduce houseboats

Tourism Dept to introduce houseboats

Seeing high demand from sightseers for touring in houseboats, the Bengal Government’s Tourism Department has decided to introduce the same in the rivers and coastal tourist spots of the state.

Two houseboats are stationed near Babughat, at the department’s jetty. Six more are to be bought soon, four of which would be kept in Digha, Mandarmani and Tajpur. Depending on their popularity houseboats would be introduced at riverine tourist spots across the state.

There would be elaborate arrangements in the houseboats. Besides for touring, they can be hired for birthday parties, wedding receptions and conferences. For conferences, there would be sitting arrangements for 20 people in each vessel.  There would be banquet halls and double-bedded rooms, as well as a bar and a restaurant. All rooms would be air-conditioned.

 

গঙ্গা, সমুদ্র ও সুন্দরবনে হাউসবোটে ভ্রমণ

পর্যটন দপ্তর সমীক্ষা করে দেখেছে, সমুদ্রসৈকতে বেড়ানোর পাশাপাশি গভীর সমুদ্রের রূপ দেখতেও বহু পর্যটক আগ্রহ প্রকাশ করে থাকেন। তাই, পর্যটন দপ্তর এবার নিয়ে এল গঙ্গায় হাউসবোট এবং এটিতে চেপেই পাড়ি দেওয়া যাবে সমুদ্রে।

চাইলে জন্মদিনের পার্টি, বিয়ের রিসেপশন, ছোট খাটো কনফারেন্সের আয়োজনও করা যাবে এই হাউসবোটগুলিতে। কনফারেন্স হলে ২০জনের মতো মানুষ বসার ব্যবস্থা থাকছে। থাকছে ব্যাঙ্কোয়েট হল ও ডবল বেডের রুম। থাকছে বার ও রেস্তোরাঁও।

আপাতত, বাবুঘাটের কাছে দপ্তরের জেটির সামনে আপাতত দুটি হাউসবোট রাখা হয়েছে, আরও ৬টি আসছে খুব শীঘ্র কেরল থেকে। জনপ্রিয়তা বাড়লে রাজ্যের আরও বিভিন্ন স্থানে এই পরিষেবা চালু করবে পর্যটন দপ্তর।

এই বোটে সাধারন মানুষের থাকার জন্যও ব্যবস্থা করা হবে। চারটি থাকবে দিঘা, মন্দারমনি, তাজপুরের খাঁড়িতে। এতে পর্যটকেরা হাউসবোটে থেকেই সমুদ্রের মজা উপভোগ করতে পারবেন।

Source: Aajkaal