April 8, 2016
Time for Paribartan in Jamuria: Abhishek Banerjee at Bardhaman

Trinamool Youth Congress President Abhishek Banerjee addressed a huge gathering at Jamuria in Bardhaman on Thursday where he urged the people to remove the filth created by the Left. He urged the people to bring in the change in Jamuria, the change that had come upon Bengal in 2011.
The firebrand leader reiterated the facts of the developmental works that had changed the face of Bengal during the last four and a half years and said that even 10% of such works could be taken upon during the 34 years of the Left misrule.
He urged the people to verify the real facts and then go on to exercise their polling rights.
Abhishek Banerjee disclosed the facts as to how the Trinamool Government under Mamata Banerjee took upon the numerous developmental projects withstanding the huge loan created by the past Left Government.
এবার জামুড়িয়ায় পরিবর্তনের সময়: অভিষেক বন্দ্যোপাধ্যায়
বৃহস্পতিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলার জামুড়িয়ায় একটি সভা করেন। তিনি বলেন, “বামেরা জঞ্জালের মতো। এরা এই রাজ্যের সর্বনাশ করেছে। ৫ বছর আগে গোটা রাজ্যে পরিবর্তন এলেও জামুড়িয়ায় পরিবর্তন আসেনি”।
এদিন তৃণমূল সাংসদ বলেন, “জামুড়িয়ার মত কিছু কিছু জায়গায় এখনও জঞ্জাল থেকে গেছে, এবারের ভোটে সবাই মিলে এদের জামুড়িয়া থেকে উৎখাত করুন”।
বামদের ৩৪ বছরের সঙ্গে পরিবর্তনের সরকারের পাঁচবছরের কাজের হিসেব পাশাপাশি ফেলে বিচার করার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে তৃণমূল সরকার বাংলায় যে উন্নয়নমূলক কাজ করেছে ৩৪ বছরে তার দশ শতাংশ কাজ করতে পারেনি সিপিএম।