Latest News

February 15, 2018

The surge of development in Jangalmahal will continue: Mamata Banerjee

The surge of development in Jangalmahal will continue: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for several schemes and projects at Nadia district.

Some of the projects inaugurated by the CM today include Anganwadi centres, Gramin Haat, road projects, new police station, solar-powered lamp posts among others.

The Chief Minister also distributed benefits under schemes like Kanyashree, Sabuj Sathi, Anandadhara, Gatidhara, and gave away land pattas, Kisan Credit Cards and other benefits.

 

Highlights of her speech:

  • My connection with Jangalmahal goes back a long way. I had started my Jana Sanjog Jatra in 1993 from Belpahari.
  • There was a time when my Adivasi brothers and sisters survived on insect eggs.
  • There was a time when there was a reign of violence in Jangalmahal. Tourists did not come to this region.
  • After coming to power, we started giving rice at Rs 2/kg to the tribals in Jangalmahal.
  • My best wishes and greetings to the people of Jangalmahal for restoring peace in the region.
  • We have made Jhargram a new district, fulfilling a long-standing demand of the people.
  • A university will be set up in Jhargram.
  • Stipend for Kanyashree girls has been increased. The old age pension of farmers has also been increased.
  • Kanyashree scheme has been extended to universities.
  • We have created a special fund to desist farmers from distress selling.
  • We have started pension scheme for kendu leaf collectors.
  • Girls are our assets. We have launched a new scheme ‘Ruposhree’ to help in the marriage of girls from poor families.
  • Nearly 1.9 lakh folk artistes receive monthly stipends and perform at government functions.
  • Those who received prizes during Jangalmahal Sports Festival, they will be recruited as civic volunteers.
  • We have started Jala Tirtha project worth Rs 500 crore to augment irrigation facilities.
  • We have started many eco-tourism projects for Jangalmahal.
  • We have written to the Centre to enlist the Kurmi community under Scheduled Tribe list.
  • We are bringing Bills to give recognition to Kuruk and Kurmali languages.
  • We have already come up with a dictionary in Ol Chiki script.
  • We have constructed 25 lakh houses for the poor. We have started construction of 13,000 km of rural roads.
  • I have written again to the Centre against the FRDI Bill. They have to withdraw the draconian bill.
  • Look what happened at Punjab National Bank? A scam of more than 11,000 crore. People’ savings are not safe. There must be a thorough enquiry.
  • Some parties are trying to incite violence and disturb law and order. Do not pay heed to their provocations.
  • The surge of development in Jangalmahal will continue. For that we need your cooperation.
  • Our government is Maa, Mati, Manush government. We always work for the people.
  • We have created 81 lakh jobs in six years. This year we will create 10 lakh additional jobs.
  • We are No. 1 in creating rural employment.
  • Centre had stopped funds for ICDS and ASHA projects. Despite our financial constraints, we are running these projects with our own funds.
  • We will always stay beside the people. I have no personal agenda. I have always struggled for the rights of the people. S long as I am alive, I will work for them.

 

 

জঙ্গলমহলের উন্নয়ন চলবে: বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী

আজ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন।

মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, আঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রামীণ হাট, হোমিওপ্যাথি ডিসপেনসারি, রাস্তার উন্নতিকরন, কমিউনিটি হল, ডিপ টিউবওয়েল, সৌরচালিত বাতিকেন্দ্র, সৌর পানীয় জল প্রকল্প, নতুন থানা ইত্যাদি।

তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, স্বাস্থ্যকেন্দ্রে ওপিডি কমপ্লেক্স, ইকো-ট্যুরিস্ম পার্ক, কালচারাল সেন্টার, জল সরবরাহ প্রকল্প, ক্ষুদ্র গভীর নলকূপ, প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও নতুন ভবন, খাল সংস্কার প্রকল্প ইত্যাদি।

এছাড়াও তিনি কন্যাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, ট্র্যাক্টর, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা প্রদান করেন।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ-

  • জঙ্গলমহলের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। ১৯৯৩ সালে আমি বেলপাহাড়ি থেকেই জনসংযোগ যাত্রা করেছিলাম।
  • আগে একটা সময় ছিল যখন এলাকার আদিবাসী ভাই বোনেরা পিঁপড়ের ডিম খেয়ে জীবনধারণ করতো।
  • আগে জঙ্গলমহলের দিকে কেউ তাকিয়েও দেখত না।
  • আমরা ক্ষমতায় আসার পর আমরা প্রথম জঙ্গলমহলের আদিবাসীদের ২ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করেছি।
  • জঙ্গলমহলে আবার শান্তি ফিরে এসেছে। আপনারা ভালো থাকুন, আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
  • ঝাড়গ্রাম নতুন জেলা তৈরি করা হয়েছে – এটা ঝাড়গ্রামের মানুষের অনেক দিনের ইচ্ছা ছিল।
  • ঝাড়গ্রামে একটি নতুন বিশ্ববিদ্যালয়ও নির্মাণ করা হবে।
  • কন্যাশ্রী প্রকল্পের ভাতা ৭৫0 টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করা হয়েছে। কৃষকদের পেনশন বৃদ্ধি করা হয়েছে।
  • কন্যাশ্রী প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আনা হয়েছে।
  • অভাবী কৃষকদের রক্ষার্থে আমরা ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছি।
  • কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য পেনশন প্রকল্প চালু করা হয়েছে।
  • মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মর্যাদা। গরীব পরিবারের মেয়েদের বিবাহের খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে সেজন্য আমরা নতুন প্রকল্প ‘রূপশ্রী’ চালু করেছি।
  • প্রায় ১.৯ লক্ষ লোক শিল্পীদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং তারা সরকারী অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পাচ্ছেন।
  • জঙ্গলমহলে যারা ভালো খেলাধুলো করে চ্যাম্পিয়ন হয়েছে তাদের সিভিক পুলিশে চাকরি দেওয়া হবে।
  • আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি, এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • জঙ্গলমহলে আমরা ইকো – ট্যুরিজম প্রকল্প চালু করেছি।
  • কেন্দ্রীয় সরকারকে বারবার করে রিকুয়েস্ট করেছি কুর্মি কমিউনিটিকে তাড়াতাড়ি শিডিউল্ড ট্রাইব লিস্টে ঢোকানোর জন্য।
  • কুরুক ভাষার বিল পাস হয়ে গেছে, কুরমালি ভাষারও আমরা বিল আনছি।
  • অলচিকি ভাষায় ইতিমধ্যে ডিক্সনারিও করা হয়েছে।
  • আমরা প্রায় ২৫ লক্ষ পরিবারকে বাড়ি তৈরী করে দিয়েছি। নতুন আরও ১৩০০০ কিঃমিঃ রাস্তা তৈরীর ব্যবস্থা করে দিয়ে এলাম।
  • আমি চিঠি লিখেছি এফআরডিআই বিল উইথড্র করতে। আমরা বিজেপিকে বলেছি এই বিল উইথড্র কর।
  • কি হয়েছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে? ১১০০০ কোটি টাকার কেলেঙ্কারি। জনগণের টাকা কে খেল? এই সমস্ত দুর্নীতির তদন্ত করতে হবে।
  • মানুষ ভালো আছে, শান্তিতে আছে, এটা ওদের সহ্য হয় না, জঙ্গলমহলেও আগুন লাগানোর চেষ্টা করবে, একদম শুনবেন না।
  • জঙ্গলমহলের উন্নয়ন যেন থেমে না যায়। আপনাদের কাছে এই আবেদন থাকল।
  • ৯০% মানুষের কাছে আমাদের সরকারের কোনও না কোনও পরিষেবা পৌঁছে যায়। মা মাটি মানুষের সরকার এটাই।
  • ৬ বছরে প্রায় ৮১ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এ বছরেও ১০ লক্ষ কর্মসংস্থান হবে।
  • গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে ভারতবর্ষে আমরা নাম্বার ওয়ান।
  • কেন্দ্র আইসিডিএস, আশার টাকা বন্ধ করে দিয়েছে। আমরা এত অসুবিধের মধ্যেও সব প্রকল্প নিজের টাকায় চালিয়ে যাচ্ছি, মাইনেও বাড়িয়ে দেওয়া হয়েছে।
  • আমাদের সরকার সবসময় মানুষের পাশে থাকে, আমার নিজস্ব কোনও অ্যাজেন্ডা নেই, আমার জীবন সংগ্রামী জীবন, যতদিন বাঁচব, মানুষের জন্য কাজ করব।