March 16, 2018
TDP pulls out of NDA, Mamata Banerjee welcomes move

The Telugu Desam Party (TDP) has decided to pull out of National Democratic Alliance (NDA). The party has also brought a No-Confidence Motion against the Centre in Lok Sabha.
Mamata Banerjee tweeted in support of TDP’s decision this morning. She wrote:
“I welcome the TDP’s decision to leave the NDA. The current situation warrants such action to save the country from disaster. I appeal to all political parties in the Opposition to work closely together against atrocities, economic calamity and political instability.”
At a press conference held at Uttarkanya, the Chief Minster further said, “Every state has their own problems and issues. TDP also has its own issues, initially they were with the NDA & now they have left the NDA for a better cause. So whatever TDP has decided is correct.”
এনডিএ ছাড়ল টিডিপি, সিদ্ধান্তকে স্বাগত মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নেয় তেলেগু দেশম পার্টি। তারা সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেলেগু দেশম পার্টির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে লেখেনঃ-
বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তেলেগু দেশম পার্টির এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। দেশের বর্তমান পরিস্থিতিতে, বিপর্যয় আটকাতে, এই সিদ্ধান্ত দরকার ছিল। আমি প্রতিটি বিরোধী রাজনৈতিক দলকে নির্যাতন, আর্থিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একসাথে কাজ করার আবেদন জানাচ্ছি।
আজ বিকেলে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রতি রাজ্যের নিজস্ব সমস্যা এবং ইস্যু আছে। টিডিপিরও নিজস্ব কিছু ইস্যু আছে। আগে তারা এনডিএ তে ছিলেন, এখন বৃহত্তর স্বার্থে এনডিএ থেকে বেরিয়ে এলেন। টিডিপির সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ সহমত আমি।
I welcome the TDP’s decision to leave the NDA. The current situation warrants such action to save the country from disaster
— Mamata Banerjee (@MamataOfficial) March 16, 2018
I appeal to all political parties in the Opposition to work closely together against atrocities, economic calamity and political instability
— Mamata Banerjee (@MamataOfficial) March 16, 2018
Updated at 4 PM