September 28, 2016
State to set up green corridor in Jalpaiguri to create employment

Around 5 lakh people from across the state and abroad visit Dooars every year. The proposed green corridor would come up in the area like Lataguri, Moulani under Mal block and Batabari, Baradighi and Chalsa and other adjoining areas of Metli block.
Local families, hotels, resorts, schools would be included in the project. Various bio-degradable elements, kitchen produces collected from the hotels and resorts could be utilised for preparing organic manure.
জলপাইগুড়ি জেলায় সবুজ করিডোর বানানোর উদ্যোগ রাজ্যের
পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি জেলার মাল মাহকুমায় গরুমারা অভয়ারণ্য লাগোয়া অঞ্চলে একটি সবুজ করিডোর তৈরী করার। এর ফলে পরিবেশ দূষণ যেমন কমবে, তেমনি কর্মসংস্থানও তৈরী হবে।
দূর্গাপুজোর ঠিক পরেই এই সবুজ করিডোর তৈরীর কাজ শুরু করবে জেলা প্রশাসন। মাল ব্লকের লাটাগুড়ি, মৌলানি, মেটলী ব্লকের বাটাবাড়ি, বড়দিঘি, চালসা অঞ্চলে সবুজ করিডোর তৈরী হওয়ার কথা।
দেশি ও বিদেশি মিলিয়ে আনুমানিক পাঁচ লক্ষ পর্যটক প্রতি বছর জলপাইগুড়ি আসেন। এর ফলে তারাও উপকৃত হবে।
এই অঞ্চলের বিভিন্ন পরিবার, স্কুল, হোটেলগুলিকে এই সবুজ করিডোরে যুক্ত করা হবে। হোটেল বা বাড়িগুলি থেকে বিভিন্ন বায়ো-ডিগ্রেডেবল আবর্জনা সংগ্রহ করে জৈবিক সার উৎপাদন করা হবে।