Latest News

October 17, 2017

State to ply 110 special buses for FIFA U-17 World Cup spectators from Salt Lake Stadium

State to ply 110 special buses for FIFA U-17 World Cup spectators from Salt Lake Stadium

Kolkata is one of the host cities for FIFA U-17 World Cup. Several important matches of the tournament are to held in the next few days – quarter-final, third-place play off and final – at the Vivekananda Yuba Bharati Krirangan (popularly called Salt Lake Stadium).

It is estimated that there will be huge turnouts at the stadium for these matches and so the police and administration are taking all possible measures to ensure the convenience of the spectators.

Keeping the return journey of the spectators in mind, the State Government has decided to run 110 special buses on the days of the matches on three routes – from Amul Island near the stadium to Sealdah, Howrah and Jadavpur.

The buses will be stationed at GD Island and from 6:30 pm, they will start leaving along the three routes based on demand.

 

 

Source: Millennium Post

 

বিশ্বকাপে দর্শকদের সুবিধার্থে এবার ১১০টি বাস চালাবে রাজ্য

কলকাতায় বিশ্বকাপের খেলা এখনও অনেকগুলি বাকি। তার মধ্যে আছে কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থানের খেলা ও ফাইনাল খেলা। এই খেলাগুলিকে কেন্দ্র করে মানুষের ভিড়ের পরিমাণ সর্বাধিক হতে পারে তার অনুমান করে ফেলেছে পুলিশ।

মানুষের ফেরার সময় বাসের চাহিদার কথা মাথায় রেখে স্পেশ্যাল ১১০টি বাস – যা রাজ্যের পক্ষ থেকে বিশ্বকাপ উপলক্ষে চালু করা হয়েছিল – তিনটি রুটে চালানো হবে। এই রুটগুলি হল, আমুল আইল্যান্ড থেকে শিয়ালদহ, হাওড়া ও যাদবপুর। কারণ, এই তিনটি রুটের বাসের চাহিদা সব থেকে বেশী।

খেলা শেষ হওয়ার আগে, অর্থাৎ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ওই বাসগুলিকে জিডি আইল্যান্ডের কাছে দাঁড় করিয়ে রাখবে পুলিশ। পরে চাহিদা অনুযায়ী, ওই বাসগুলিকে বিভিন্ন রুটে ভাগ করে মানুষের যাতায়াতের সুবিধে করে দেওয়া হবে।