October 6, 2017
State Govt to facilitate licenses for luxury taxis outside Gatidhara

The Bengal Transport Department has decided to start re-issuing licenses for luxury taxis outside the Gatidhara Scheme.
According to Transport Department officials, this would have multiple benefits – providing employment to youths, increasing the number of luxury taxis, and, through the latter, indirectly, ensure that the app-based taxis do not indulge in unnecessary surge pricing, something which causes a lot of problems for commuters.
The applications have to be made online, for which purpose the department’s website is being updated with the necessary inputs.
গতিধারা প্রকল্পের বাইরেও ফের লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়া শুরু করছে রাজ্য
বেকারদের সার্বিক কর্মসংস্থানের লক্ষ্যে ফের সরাসরি লাক্সারি ট্যাক্সির পারমিট দেওয়ার রাস্তা খুলে দিতে চলেছে পরিবহণ দপ্তর।
দপ্তরের এই সিদ্ধান্তে এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে মনে করছেন কর্তারা। প্রথমত, গতিধারা প্রকল্পের বাইরেও বহু যুবক যুবতী এই গাড়ি নামিয়ে স্বনির্ভর হতে পারবেন। দ্বিতীয়ত, এতে লাক্সারি ট্যাক্সির যোগান বাড়বে আরও। তাতে পরোক্ষভাবে অ্যাপ নির্ভর লাক্সারি ট্যাক্সির সংস্থাগুলিকে ‘সার্জ প্রাইস’ নিয়ন্ত্রণে চাপ বাড়ানো সম্ভব হবে।
নয়া সিদ্ধান্ত অনুসারে গতিধারা প্রকল্পের বাইরে লাক্সারি ট্যাক্সির পারমিটের জন্য আবেদন করতে হবে দপ্তরের ওয়েবসাইটে। তার জন্য দপ্তরের ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। অনলাইন হওয়ার ফলে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে।
Source:Bartaman