October 18, 2017
Several measures being taken for a peaceful Kali Puja

The State Government and the Kolkata Police have offered their best wishes to the people of the state for a peaceful, incident-free Kali Puja.
The police have appealed to the organisers to maintain decorum during Kali Puja. From this year, along with the police, officials from the State Pollution Control Board will be on the streets to monitor the use of high-decibel firecrackers and pollution due to firecrackers. The police will also be roaming the streets to keep in check any untoward incident.
The police has appealed to the people to abide by the following:
• Do not hire DJs to play music at pandals
• Do not play mikes loudly in front of hospitals, schools, colleges and houses
• Do not construct pandals occupying the whole road
• Like in Durga Puja pandals, install CCTV cameras in Kali Puja pandals too
• Do not explode high-decibel firecrackers indiscriminately
• Firecrackers which emanate sound cannot be exploded in front of hospitals and nursing homes
কালীপুজোয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ
রাজ্য সরকার ও কলকাতা পুলিশ-এর তরফ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। পুলিশের তরফে রাজ্যবাসী ও পুজো কমিটিগুলোর কাছে রাখা হয়েছে কিছু আবেদন।
এবার থেকে শব্দবাজিও দৌরাত্ম্য রুখতে এবং দূষণ রুখতে পুলিশের সঙ্গে রাস্তায় ঘুরবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা। অপ্রীতিকর ঘটনা রুখতে দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও পথে নামবেন পুলিশের পদস্থ কর্তারা। থাকবেন অন্যান্য পুলিশকর্মীরাও।
আবেদনগুলি হলঃ-
· যথেচ্ছ ডি জে ব্যবহার করবেন না।
· কোনও হাসপাতালে, স্কুল কলেজ, আবাসনের সামনে উচ্চস্বরে মাইক বাজাবেন না।
· রাস্তাজুড়ে মণ্ডপ করবেন না।
· দুর্গাপুজোর মতো কালীপুজোর মণ্ডপেও সিসিটিভি লাগান।
· যথেচ্ছ শব্দবাজি ফাটাবেন না।
· হাসপাতাল ও নার্সিংহোমের সামনে শব্দবাজি ব্যবহার করা যাবে না।
Source: Sangbad Pratidin