October 27, 2017
Rich display of Bengal’s cultural heritage at FIFA meet in Eco Park

The Federation of International Football Association (FIFA) is organising a get-together at Eco Island inside Eco Park today. The get together is being held a day before the final of Under-17 World Cup football which will be played at the Swami Vivekananda Yuva Bharati Krirangan.
The president of FIFA Gianni Infantino has arrived in the city to attend the final. Bengal Chief Minister Mamata Banerjee and her council of ministers along with former players and Olympians are likely to attend the get-together.
To display the richness of Bengal’s cultural heritage, the State Government is organising a 45-minute cultural performance that will include dance performances, classical songs and fusion music by noted artistes.
Incidentally, in order to display Bengal’s heritage, the Swami Vivekananda Yuva Bharati Krirangan will showcase a giant ‘alpona’ in front of the VIP entrance near Gate No. 5 on the day of the final match. A team of around 200 artistes, mostly students of different art colleges of the State are already on to the job.
আজ ফিফার সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলার ধ্রুপদি নৃত্য
আজ ফিফার ২৫০ টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে বাংলার সঙ্গীত ও নৃত্যের কলাকৌশল।
আজ এই অনুষ্ঠান হবে ইকো পার্কে এবং রাজ্য সরকারের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এর মধ্যে ৪৫ মিনিট বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য।
বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরবে বাংলার শিল্পীরা। তুলে ধরা হবে বাংলার ধ্রুপদি সঙ্গীত, নৃত্য ও যন্ত্র সঙ্গীত।
বিশ্বকাপের জন্য আমূল বদলে ফেলা হয় যুবভারতীকে। রাজ্য সরকারের অনুরোধে স্থানীয় অর্গানাইজিং কমিটি এবার সাধের স্টেডিয়ামের ভোলবদলের জন্য ‘আশ্রয়’ নিল আল্পনার। যুবভারতীয় ৫ নম্বর গেটের ভিআইপি এন্ট্রান্স থেকে শুরু হয়েছে এই আল্পনা। ফাইনালের আগে বৃহস্পতিবার ও শুক্রবার ২৫০ জনের টিম এই সৌন্দর্যায়নের কাজে যুক্ত। বিশ্বভারতী, রবীন্দ্রভারতী, গর্ভনমেন্ট আর্ট কলেজ, ইন্ডিয়ান আর্ট কলেজের বাছাই করা ২১০ জন শিল্পী এনে শুরু করা হয়েছে এই আল্পনা অঙ্কণ।