March 26, 2016
#RealBengal Real Stories – How Pooja Mahali moved a step closer to fulfilling her dream

Trinamool Chairperson Ms Mamata Banerjee today shared the first story out of a series of 40 new short films that highlight the development and growth Bengal has witnessed over the last four and a half years.
The series is called #Real Bengal Real Stories and features genuine tales from real people.
“This series of short films is a shining testimony of how dreams have been fulfilled in our state,” she wrote on her Facebook page.
One such story will be shared every day on her Facebook page.
The first story of the series is about Pooja Mahali from Alipurduar. It was her dream to pursue higher education in Hindi medium. She is closer to achieving her dream because of the new Hindi College set up in Banarhat.
“With Didi’s blessings, we are smiling and entire Bengal is smiling,” Pooja says in the short film.
পূজা মাহালির স্বপ্নপূরণের কাহিনী
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের ফেসবুক পেজে একটি ‘শর্ট ফিল্ম’ শেয়ার করেন। গত সাড়ে পাঁচ বছরে পশ্চিমবঙ্গে যে বিপুল উন্নয়ন ও প্রগতি হয়েছে তা তুলে ধরতে ৪০টি এমন ভিডিওর একটি ‘সিরিজ’ তৈরী করা হয়েছে।
#প্রকৃতবাংলা প্রকৃত কাহিনী শীর্ষক এই সিরিজের কাহিনী গুলো সবই প্রকৃত মানুষের। “এই সিরিজটি বাংলার মানুষের স্বপ্নপূরণের প্রমাণ,” ফেসবুক পেজে লেখেন জননেত্রী। প্রত্যেক দিন ওনার ফেসবুক পেজে এরকম একটি করে ভিডিও প্রকাশিত হবে।
এই সিরিজের প্রথম কাহিনীটি আলিপুরদুয়ার জেলার বাসিন্দা পূজা মাহালির। পূজার স্বপ্ন ছিল হিন্দী ভাষাতে আরও পড়াশোনা করার। বানারহাটে যে নতুন হিন্দী কলেজ সস্থাপিত হয়েছে তার ফলে পূজা নিজের স্বপ্নপূরণের দিকে এক ধাপ এগিয়ে গেছেন।
“দিদির আশীর্বাদে আমরাও হাসছি, সারা বাংলাও হাসছে,” ভিডিওতে মন্তব্য পূজার।