October 29, 2017
Ration for the visually challenged, speech and hearing impaired, prostitutes & HIV positive people

Through a new scheme, the Food and Supplies Department of the Bengal Government has decided to extend the benefits of the public distribution scheme, or PDS (commonly called ration) to the visually challenged, speech and hearing impaired, prostitutes and HIV positive people.
This was announced by the Food Minister on the occasion of World Food Day. ‘Food For All’, the theme of the World food Day celebrations, has truly been achieved in Bengal under the leadership of Chief Minister Mamata Banerjee. One of the biggest achievements of the Trinamool Congress Government has been the delivery of subsidised foodgrains to 91 per cent of the population.
Now, under a special scheme, subsidised foodgrains would be given to the often overlooked sections of society, like the visually challenged, the speech and hearing impaired, prostitutes and HIV positives.
Source: Aajkal
দৃষ্টিহীন, মূক-বধির, যৌনকর্মীদের এবার রেশন
এবার দৃষ্টিহীন, মূক-বধির, যৌনকর্মী, এইচআইভি আক্রান্তদের জন্য প্রতি মাসে রেশন পৌঁছে দেবে খাদ্য দপ্তর। খাদ্যসাথী দিবস উপলক্ষে খাদ্য দপ্তরে এক অনুষ্ঠানে জানালেন খাদ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আগামী তিন মাসের মধ্যে সমীক্ষা চালিয়ে তালিকা তৈরি করে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে। হবে বিশেষ কার্ড। রাজ্যের প্রতিটি মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের খাদ্যসাথী দিবস পালনের সিদ্ধান্ত।’
সকলের জন্য খাদ্য – মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকে পূরণ করতে খাদ্য দপ্তরের কাজের প্রশংসা করেন শিল্প ও বানিজ্য মন্ত্রী। তিনি বলেন, ‘খাদ্যসাথী প্রকল্পের জন্য ৪হাজার ২০কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। কৃষকেরা ন্যায্য মুল্যে ধান বিক্রি করতে পারছেন। কৃষকদের আয় ১৪হাজার থেকে বেড়ে ৩৮হাজার হয়েছে। বাড়ানো হয়েছে শস্য মজুত রাখার ভাণ্ডারও।’
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, ‘পশ্চিমবাংলায় পাহাড় থেকে জঙ্গল সকলের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। সারা বছর ধরে খাদ্য দপ্তর সেই লক্ষ্যে কাজ করে চলেছে।’
খাদ্যসাথী দিবসে ১০হাজার মা ও শিশুকে পুষ্টিকর খাবার দেওয়ার কথা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী। আগামী এক বছর ধরে ওই সব মা ও শিশুকে প্রতি মাসে ৯কিলোর একটি প্যাক দেওয়া হবে। যাতে থাকবে চাল, মসুর ডাল, মুগের ডাল ও সোয়াবিন।