April 25, 2016
Polling underway across 49 seats in North 24 Parganas and Howrah

Polling is currently underway in 49 Assembly constituencies in West Bengal today from 7 am to 6 pm. Today is the fifth day of the polls.
Polling is being held in 33 seats of North 24 Parganas district and 16 of Howrah district.
Total Booths – 6769 (North Kolkata – 4459, Howrah – 2310)
Total Voters – 1.08 crore
বিধানসভা নির্বাচনের আজ চতুর্থ দফার ভোটগ্রহণ
আজ পশ্চিমবঙ্গের দুটি জেলার মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭ টায় এবং শেষ হবে বিকেল ৬ টায়। আজ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ।
উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি কেন্দ্র এবং হাওড়া জেলার ১৬টি কেন্দ্রে আজ ভোট গ্রহণ।
মোট বুথের সংখ্যা ৬৭৬৯টি (উত্তর ২৪ পরগনা – ৪৪৫৯, হাওড়া – ২৩১০)
মোট ভোটার সংখ্যা – ১ কোটি ৮ লক্ষ