Latest News

February 2, 2017

Political vendetta will strengthen our resolve: Trinamool in Rajya Sabha

Political vendetta will strengthen our resolve: Trinamool in Rajya Sabha

Trinamool today slammed the Centre for indulging in politics of vendetta and stifling the voice of the Opposition. The party said said that political vendetta will only firm the resolve the Centre on demonetisation.

Trinamool had submitted a Notice under Rule 267 in Rajya Sabha today to suspend the business of the House at 11 AM and 12 noon in order to discuss the issue. You can read the full Notice here.

Speaking on behalf of the party, Leader of the Parliamentary Party in Rajya Sabha, Derek O’Brien said: “On 24 November, 2016, we mentioned that political vendetta cannot be used against the Opposition for protesting against demonetisation. Exactly what we feared has happened. Lok Sabha leader of Trinamool Congress was called and arrested January 3.”

He added that what has happened to Trinamool today can happen to any other party in the future. He maintained that in a democracy one can have political differences and political vendetta should not be done.

Chief Whip of the party in Rajya Sabha, Sukhendu Sekhar Roy slammed the Centre for the ‘witch hunt’ against Trinamool. All Trinamool MPs in the Upper House walked out in protest against political vendetta and witch hunt by the Centre.

 

Click here for the full transcript of the speech 

 

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসা নোট বাতিলের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও শক্ত করবেঃ রাজ্যসভায় তৃনমূল

আজ তৃণমূল কংগ্রেস সংসদে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসাপরায়ন রাজনীতিতে মদত দেওয়া ও বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার প্রচেষ্টার কড়া সমালোচনা করে।
রাজ্যসভায় আজ তৃনমূল ২৬৭ নম্বর নিয়মে নোটিশ দেয় যাতে বেলা ১১টা ও ১২টায় সংসদের সব কাজ মুলতুবি করে রাজনৈতিক প্রতিহিংসার বিষয়ে আলোচনা করা হয়।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার পরিষদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা গত ২৪সে নভেম্বর উল্লেখ করেছিলাম নোটবাতিলের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ আচরণ যেন করা না হয়। আমরা যা আশঙ্কা করেছিলাম, ঠিক তাই হল। গত ৩রা জানুয়ারি তৃনমূল কংগ্রেসের লোকসভার দলনেতাকে তলব করে গ্রেফতার করা হয়।”
তিনি আরও বলেন, আজ তৃনমূলের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করা হচ্ছে, কাল অন্য যে কোনও রাজনৈতিক দলের সঙ্গেও  করা হতে পারে। গণতন্ত্রে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু তার জন্য রাজনৈতিক প্রতিহিংসা প্রদর্শন করা উচিত নয়।”
রাজ্যসভায় দলের মুখ্যসচেতক সুখেন্দু শেখর রায় কেন্দ্রীয় সরকারের এই প্রতিহিংসাপরায়ন রাজনীতির তীব্র নিন্দা করেন। রাজ্যসভার সকল তৃনমূল সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় ‘ওয়াক আউট’ করেন।