Latest News

January 18, 2018

Poland up for scholarships to Bengal youth

Poland up for scholarships to Bengal youth

Poland has proposed to offer scholarships to youth from Bengal, who wish to acquire knowledge of mining engineering in their country.

Poland is known for its expertise in the mining and coal sector and feels that the knowledge gained by the Bengal youth in their country can be utilised in the state.

“Technical knowledge of Poland in certain areas of the power sector can be beneficial for Bengal. We have sought details from Poland on how they want to proceed in this regard,” state Power minister Sobhandeb Chattopadhyay said on the sidelines of the Business to Government (B2G) meeting at the Bengal Global Business Summit on Tuesday.

The minister, along with principal Power secretary Sunil Gupta and some senior officials of the department, held B2G meetings with as many as eight countries, including Poland, on how the state can partner with them in the power and renewable energy sector.

কয়লা শিল্পে নতুন প্রযুক্তি নিয়ে আসতে চায় পোল্যান্ড, বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে জানালেন মন্ত্রী

 

মঙ্গলবার বাংলা বিশ্ব বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়েছিলেন পোল্যান্ডের ডেপুটি মন্ত্রী মেরেক ম্যাগিএরোস্কি। তিনি সম্মেলনের শেষে বণিকসভা বিসিসিআইয়ের আয়োজিত একটি বৈঠকে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন। তিনি বলেন, পোল্যান্ড মূলত তামা ও কয়লার গভীর খনন করে থাকে। এর জন্য তাঁদের কাছে রয়েছে বিশেষ খনন প্রযুক্তি। সেই অত্যধুনিক নিরাপদ প্রযুক্তিই তাঁরা ভাগ করতে চান বাংলার সঙ্গে।

পোল্যান্ডের তরফে জানানো হয়েছে, শক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, প্রতিরক্ষা এবং অন্যান্য উদ্ভাবনী মূলক শিল্প পোল্যান্ডকে আকৃষ্ট করেছে।
ডেপুটি মন্ত্রী বলেন, তাঁদের লক্ষ্য দ্রুত উন্নয়নশীল দেশ হিসাবে প্রথমের সারিতে উঠে আসা ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা। সেই সম্পর্ক শুধু বাণিজ্যের মধ্যেই আবদ্ধ থাকবে না। সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলিকেও সমান ভাবে গুরুত্ব দেওয়া হবে।

খনন প্রযুক্তিতে আগ্রহী ছাত্রছাত্রীদের স্কলারশিপও দিতে ইচ্ছুক পোল্যান্ড।