Latest News

March 22, 2016

People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

People will show the CPI(M)-Congress alliance the door: Abhishek Banerjee in Paschim Medinipur

Trinamool Youth Congress President Abhishek Banerjee held two campaign rallies in Paschim Medinipur district where he urged all party activists to give a proper reply to the Congress-CPI(M) alliance in such a manner that they may be shown the door for an indefinite period.

The TMYC President and MP held the rallies in Pingla and Gopali (near Kharagpur). He lashed out at the Congress-CPI(M) pact and referred to the dark days of terror marked by incidents like the Sainbari, Netai, Nandigram and other massacres, and the Singur struggle.

The young leader said the Assembly election was the right time to raise a voice against the betrayal of Congress and they should never be forgiven for their act.

He upheld the fact that even after the change of power in the State, the lifestyle of Mamata Banerjee has remained unchanged – simple and modest.

 

বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

গত ২১শে মার্চ পশ্চিম মেদিনীপুরে দুটি প্রচারসভা করেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম-কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন মানুষ ওদের জবাব দেবে, বিরোধীদের আগামী ৫০ বছরে খুঁজে পাওয়া যাবে না

পিংলা ও খড়গপুরের গোপালিতে ২টি জনসভা করেন অভিষেক। সিপিএম-কংগ্রেসের জোটকে কড়া ভাষায় জোটকে কটাক্ষ করে বলেন, সিপিএম-কংগ্রেস হাত মিলিয়েছে এবং তারা রাজনৈতিক হিংসার অন্ধকার দিনগুলি ফিরিয়ে আনতে চায়।

তিনি কংগ্রেসের উদ্দেশ্যে বলেন যারা ভুল করেন তাদের ক্ষমা করা যায়, কিন্তু যারা বেইমানি করেন তাদের ক্ষমা করা যায় না।

তৃণমূল যুব সভাপতি বলেন, রাজ্যে পরিবর্তন এলেও মুখ্যমন্ত্রীর জীবনযাত্রায় কোন পরিবর্তন আসেনি। তিনি এখনও সহজ-সরল জীবন যাপন করেন।