February 2, 2018
People have rejected the Opposition: Mamata Banerjee in Assembly

Bengal Chief Minister Mamata Banerjee today delivered a speech in the State Assembly during a discussion on the Governor’s address.
During her speech, she highlighted the major achievements of the government. The CM also took a dig at the Opposition, who, she said, do not feel proud is anything good happens in the State.
She also criticised the Union Budget and said it was a flop-show.
Highlights of her speech:
- The Opposition lacks the courage to listen to us. The people of Bengal have rejected them.
- Why did the Left Front Govt not hike the honorarium of ASHA, ICDS workers? Centre has stopped funds for these projects. We are providing them incentives from our coffers. Is this my crime?
- They left behind a huge debt burden. We are facing a legacy. We work with limited resources. 45% of borrowings are spent on development in Bengal.
- In Bengal, CPI(M) and Congress are made for each other. This is nothing new.
- How much loss was incurred due to demonetisation? How much black money has been recovered? A white paper must be released. GST has negatively impacted the economy.
- Opposition is obsessed with criticising the Trinamool. They do not feel proud about Bengal. Look at our achievements in social sector.
- They blame us for everything. Will they next blame us for cloudy weather or lack of rainfall or if the sun does not come out?
- Congress is helpless without Trinamool in Parliament. And in Assembly they do not show any courtesy.
- The Opposition even politicises accidents. What did the previous government do when boats capsized in Kakdwip and Kolaghat?
- Why were rescue forces not allowed to go near the accident site? Who prevented them?
- Yesterday’s Union budget was hopeless, flop, bluff budget. Funds have been slashed for National Health Mission. SC/ST welfare has not been looked into.
- The Centre talks about doubling farmers’ income. We have already done that. Income of farmers in Bengal has increased from Rs 93,000 to Rs 2,39,000 in six years.
- I would urge the Centre to waive off loans of farmers.
- I am happy to see the MLAs of Darjeeling present in the House. I will visit Darjeeling on February 6. We want the progress of Hills.
- We have included 34,000 additional farmers in pension scheme. The pension amount has also been increased.
- Kanyashree girls are our pride. We have hiked their monthly stipend. We have extended the scheme to university. The scheme has been adjudged the best among 63 nations by the UN.
- We have given scholarships to 57 lakh SC/ST students. We have distributed 70 lakh cycles. The whole process was carried out by e-tendering.
- From birth to life – we have schemes for all phases of life. We have introduced a new scheme ‘Ruposree’. Six lakh girls will benefit from the scheme.
- We have started a new scheme ‘Manobik’ wherein 2 lakh physically challenged people will get monthly pension of Rs 1000.
- 1.3 lakh farmers have been trained. We have decided to abolish mutation fee for the farmers. We have abolished cess on tea. We have formed a fund of Rs 100 crore for the welfare of tea garden workers.
- Load Sheddings have become a thing of the past. Has the Left forgotten about the dark days? We are trying to solve the problem of low voltage but sections with vested interests are not allowing a power grid at Bhangor.
- We have been providing free healthcare for the last two years. We already have Swasthya Sathi insurance scheme. We have Mabhoi scheme for journalists. And Centre has now come up with health insurance scheme.
- For employment generation, we will set up Silicon Valley Asia in Rajarhat.
- 108 new Police Stations have been created. Out of proposed 73 Women Police Stations, 48 have already been made functional. Number of departments have been reduced from 63 to 52.
- NCRB report regarding women trafficking in Bengal was misleading. We have sent a letter to the NCRB asking for a corrigendum to be issued.
- We will start a pension scheme for journalists from April, 2018. We will soon bring a law to give 10% relief to senior citizens in municipal tax.
- Trinamool believes in communal harmony. Congress-CPI(M) must remember courts give permission to RSS rallies, not us.
মানুষ বিরোধীদের বয়কট করেছেঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর একটি আলোচনার জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার বক্তৃতায় তিনি সরকারের প্রধান সাফল্যগুলি তুলে ধরেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো তারা রাজ্যের জন্য গর্ব করেন না।
কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন যে এটি একটি ফ্লপ-শো ছিল।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
- রাজ্যপালের ভাষণের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
- শুধু হিংসা করলেই হয় না। বিরোধীরা আমার বক্তৃতার সময় উপস্থিত থাকে না। ওরা সরকারের উত্তর শুনতে ভয় পায়।
- কেন বাম সরকার আই সি ডি এস ও আশা কর্মীদের মাইনে বাড়ায়নি?কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি ওদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য করেছি। এটা কি অপরাধ?
- রাজ্যকে দেনায় জর্জরিত করেছে সিপিএম। আমরা সেই ঋণের বোঝা বহন করছি। আমাকে সীমিত টাকার মধ্যে কাজ করতে হয়। যে টাকা আমরা ধার করি তার ৪৫% টাকা উন্নয়নের জন্য খরচ করি বাকিটা দেনা শোধ করি।
- বাংলায় চিরকাল সিপিএম-কংগ্রেস এক। এটা নতুন কিছু নয়। মানুষ ওদের বয়কট করেছে।
- নোট বাতিলের ফলে কত ক্ষতি হয়েছে? কত কালো টাকা ফেরত এসেছে? আজও অজানা। এখনও এর কোন স্বেতপত্র প্রকাশ করা হয়নি। জিএসটির ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।
- যত তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করছেন তত মানুষ তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বাংলা নিয়ে কখনো ওরা গর্ব করে না। আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলার উন্নতি নিয়ে কথা বলে না।
- সব কিছুর জন্য ওরা তৃণমূলকে দায়ী করে। শুধু কুৎসা ও অপপ্রচার করে আর টিভিতে ভাষণ দেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এরপর বলবে রোদ উঠেছে কেন? তৃণমূল জবাব দাও। বৃষ্টি হচ্ছে না কেন? তৃণমূল জবাব দাও। সূর্য উঠছে না কেন? তৃণমূল জবাব দাও। সব কিছুর একটা লিমিত থাকে।
- মানুষকে অবজ্ঞা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করবেন না।
- দিল্লিতে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না, সংসদ চলে না। আর বিধানসভায় আপনারা কি ব্যবহার করেন। শুধু নোংরা কথা বলা আর dirty game খেলা।
- একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। কাকদ্বীপ, কোলাঘাটে যখন নৌকাদুবি হয়েছিল আগের সরকার কি ব্যবস্থা নিয়েছিল? কত ক্ষতিপূরণ দিয়েছিল?
- গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ছে।এটা একটা হোপলেস, সুপার ফ্লপ, ব্লাফ বাজেট। না ঘরকা না ঘাটকা বাজেট। ১০০ দিনের কাজের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা কমিয়ে দিয়েছে। SC/ST দের জন্য টাকা সেভাবে বরাদ্দ করা হয়নি। সংখ্যালঘুদের টাকা ৪০০০ কোটি টাকা থেকে কমিয়ে ১০০০ কোটি টাকা করা হয়েছে।
- কৃষকদের আয় নাকি দেড় গুণ বাড়ানো হবে। অথচ আমরা ইতিমধ্যেই তাদের আয় আড়াই গুন বাড়িয়ে দিয়েছি। ৯১ হাজার টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ২,৩৯,০০০ টাকা।
- কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য।
- দার্জিলিং এর বিধায়করা এখানে উপস্থিত আমি খুব খুশি, দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। আমরা চাই উন্নয়ন হোক। আগামী ৬ ফেব্রুয়ারী আমি দার্জিলিং যাব।
- কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আরও ৩৪,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় আসবেন।
- কন্যাশ্রী আমাদের গর্ব। ওদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও এই স্কিম চালু করেছি। ৬৩ টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।
- ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল বিতরণ করেছি। সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে ই-টেন্ডারের মাধ্যমে।
- জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি। আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। এর মাধ্যমে ৬ লক্ষ মেয়ে উপকৃত হবে।
- আরও একটি নতুন প্রকল্প চালু করা হল যার নাম – মানবিক। এর মাধ্যমে ২ লক্ষ প্রতিবন্ধীদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
- ১.৩ লক্ষ কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমি মিউটেশন ফি মুকুব করা হয়েছে। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হয়েছে। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
- লোডশেডিং আজ বাংলার ইতিহাস। বাম সরকার সেই সব অন্ধকার দিনগুলি ভুলে গেলেন?আমরা লো ভোল্টেজের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
- গত ২ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে। সাংবাদিকদের জন্য মাভৈ প্রকল্প চালু করেছি। কেন্দ্র এতদিন পর স্বাস্থ্য প্রকল্প আনল।
- কর্মসংস্থানের জন্য আমরা রাজারহাটে সিলিকন ভ্যলি এশিয়া তৈরি করব।
- আমরা ১০৮ টি নতুন থানা গড়েছি। ৭৩ টি প্রস্তাবিত মহিলা থানার মধ্যে ৪৮ টি কাজ করা শুরু করে দিয়েছে। সরকারী দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে।
- রাজ্যে নারী পাচার নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট দিয়েছে NCRB। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি সংশোধনী আনতে।
- সাংবাদিকদের জন্য আমরা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করব। প্রবীণ নাগরিকদের পুরসভা করে ১০% ছাড় দেওয়া হবে।
- একতা ও সম্প্রীতি তৃণমূলের চোখের মণি। আরএসএস-এর সভার অনুমতি কোর্ট দেয় আমরা নই এটা সিপিএম কংগ্রেসের মনে রাখা উচিত।