Latest News

December 8, 2016

Opposition parties observe ‘Black Day’ in Parliament to mark one month of Demonetisation

Opposition parties observe ‘Black Day’ in Parliament to mark one month of Demonetisation

Opposition parties decided on a stage a dharna on Thursday morning to mark the completion of one month since the demonetisation announcement was made by Prime Minister on November 8, 2016.

The fifteen Opposition parties, which have been working together this Winter Session to take on the Government over its demonetisation move, called it a Black Day, referring to the miseries it has caused to common people for currency notes of Rs 500 and Rs 1000 going out of circulation.

The Opposition has been demanding a discussion on demonetisation in the Lok Sabha under Rule 184 which allows voting. In Rajya Sabha the Opposition is firm on its demand that the PM must withdraw his remarks implying that the Opposition parties are against the move because they have black money.

The Opposition parties have been holding daily meetings through the session to work out a cohesive strategy.

নোট বাতিলের এক মাস পূর্তিতে ‘কালা দিবস’ পালন করলো ১৫ বিরোধী দল

নভেম্বর মাসের ৮ তারিখে প্রধান মন্ত্রী জনবিরোধী ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আজ সেই জনবিরোধী সিদ্ধান্তের এক মাস পূর্তি উপলক্ষে ১৫টি বিরোধী দল সংসদের বাইরে ধর্ণার মাধ্যমে ‘কালা দিবস’ পালন করে। ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের ফলে সাধারন মানুষের যে অপরিসীম দুর্ভোগ হচ্ছে সেটি তুলে ধরতেই এই নাম দিয়েছেন তারা।

বিরোধী দলগুলির দাবি লোকসভায় ১৮৪ নম্বর নিয়মে আলোচনার হোক, যাতে আলোচনার পর ভোটাভুটি হয়। রাজ্যসভায় বিরোধীদের দাবি প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, সেটি প্রত্যাহার করে আলোচনার সময় কক্ষে উপস্থিত থাকুন।

বিরোধী দলগুলি পুরো শীতকালীন অধিবেশন চলাকালীন প্রতিদিন মিটিং করছেন, সভাকক্ষে ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরতে।