October 15, 2017
Now you can order fish online and through SMS

The State Fisheries Development Corporation (SFDC), under the Bengal Fisheries Department, has started the facility of ordering fish online and through SMS. From rohu to catla to bata to all the favourite fishes of Bengalis, are now available from the comfort of one’s home.
The fishes are delivered the day after being ordered. They are delivered on motorbikes, fitted with freezer units to keep the fishes fresh.
Since the fish are procured directly from the fishery cooperatives under the Fisheries Department, they are available at a price cheaper that in the markets. For now, the service is available in Salt Lake and New Town.
Source: Ei Samay
এবার এসএমএসের মাধ্যমে এবং অনলাইনে মাছের অর্ডার দেওয়া যাবে
রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য মৎস্য দপ্তর এবার জনগণের জন্য আনল এক বিশেষ পরিষেবা। এবার এসএমএসের মাধ্যমে অনলাইনে মাছের অর্ডার দিতে পারবে যে কেউ। রুই, কাতলা বা বাটা মাছ সবই মিলবে অনলাইনে।
যেদিন অর্ডার দেওয়া হবে তার পরের দিনই মাছ পৌঁছে দেওয়া হবে ফ্রিজযুক্ত মোটরসাইকেলে করে।
যেহেতু এই মাছগুলি মৎস্য দপ্তরের অন্তর্গত মৎস্য সমবায়গুলি থেকে পাওয়া যায়, বাজারের থেকে এই মাছের দাম কম হবে। এই মুহুর্তে এই পরিষেবা সল্টলেক ও নিউটাউনে শুরু করা হয়েছে।