Latest News

October 30, 2017

No need to panic: Mamata Banerjee on dengue situation in Bengal

No need to panic: Mamata Banerjee on dengue situation in Bengal

Chief Minister Mamata Banerjee on Monday said that some people were trying to create panic regarding dengue outbreak in the state and asserted that her government was taking adequate measures to combat the situation. She said that so far 40 people have died in the state due to vector-borne diseases.

“There is no need to panic. Some people are trying to create a panic with a vested interest. We are monitoring the situation 24 hours. The government is taking all measures to control the situation and provide relief to the people. Some doctors are also working 24 hours. We have also alerted all municipalities to launch special drive to kill mosquitoes,” Mamata Banerjee said after holding a meeting with state health department officials at state secretariat.

The Chief Minister said that so far 13 dengue deaths have been verified by the state government and examining other potential dengue deaths reports. “So far 13 people have been died due to dengue in government hospitals. These deaths have been verified as dengue deaths. We have also received a report of 20 deaths which were caused by malaria, dengue or swine flu. These deaths occurred in private hospitals and we are yet to verify the reports” she said.

The Chief Minister informed that deaths caused by vector-borne diseases in West Bengal were less compared to other states:

  • Gujarat: 435
  • Maharashtra: 695
  • Rajasthan: 230
  • Uttar Pradesh: 165
  • Madhya Pradesh: 141
  • Kerala: 111
  • Assam: 87
  • Odisha: 83

 

The Chief Minister said that she will not hesitate to take action against municipalities which will be seen not taking measures to combat the dengue outbreak despite receiving funds from the state health department.

“Taking care of the people is my priority. I will not compromise on that. The Opposition is trying to take political mileage out of it. We have to be human first,” she added.

 

 

অকারণে আতঙ্কিত হবেন নাঃ বাংলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে ডেঙ্গু সহ বিভিন্ন অজানা জ্বর নিয়ে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

ব্লকে ব্লকে ডেঙ্গু সচেতনতা কর্মসূচী নেওয়া হচ্ছে। দমদম বিধাননগর, ভাঙ্গড় সহ কিছু কিছু জায়গায় বিশেষ নজর দেওয়া হচ্ছে।

আমাদেরও সচেতন হতে হবে। ফুলের টব, বালতি, বাগান – কোথাও জল জমতে দেবেন না । সংবাদমাধ্যমকেও অনুরোধ করব সচেতনতা প্রচার করার।

অকারণে প্যানিক করার কারণ নেই, আবহাওয়া, বৃষ্টিও ডেঙ্গুরর জন্য কিছুটা দায়ী।

ডেঙ্গু চরিত্র বদল করেছে। কোথাও ডেঙ্গু, কোথাও অজানা জ্বর, কোথাও ম্যালেরিয়া, কোথাও সোয়াইন ফ্লু হচ্ছে, আরও রিসার্চ করা দরকার।

স্বাস্থ্য রাজ্যের বিষয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে। সব রাজ্যে ব্যাপক হারে হচ্ছে এই রোগগুলি, আমরা এর জন্য কাউকে দায়ী করছি না।

  • গুজরাত – ৪৩৫ জন
  • মহারাষ্ট্র – ৬৯৫ জন
  • রাজস্থান – ২৩০ জন
  • উত্তরপ্রদেশ – ১৬৫ জন
  • মধ্যপ্রদেশ – ১৪১ জন
  • কেরালা – ১১১ জন
  • তামিলনাড়ু – ১২০ জন
  • অসম – ৮৭ জন
  • ওড়িশা – ৮৩ জন
  • বাংলা – ১৩ জন (সরকারি) + ২০ জন (বেসরকারি) = ৩৩ জন

 

যেখানে দায়িত্বশীলতার প্রয়োজন সেখানে মানুষকে দায়িত্বশীল হতে হবে। পুরসভা, পঞ্চায়েত, আশা কর্মীরা বাড়ি বাড়ি প্রচার করছে। এটা আমাদের সকলের কাছে priority।

অনেক সময় মানুষ জানে না, কি করতে হয় কি করতে হয় না, তাই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা পাবলিক সার্ভিস। আমরা ২৪ ঘণ্টা মনিটারিং করছি। একটা মৃত্যুও দুঃখের।

কয়েকটা রাজনৈতিক দলের কোন কাজ নেই, তারা নোংরা রাজনীতি করছে। ওরা কোন কাজ করতে চায় না।