March 21, 2016
New strides in urban development

The urban development department of the Trinamool-led West Bengal Government has achieved new milestones over the last four years.
From beautification of cities to conceptualising of new ‘theme cities’, better citizen services to increased infrastructure, the department has made great strides.
Here are some achievements of the urban development department:
- Operationalisation of Parama Island – Park Circus Flyover named ‘Ma’.
- Operationalisation of Jai Hind (Dhapa) and Garden Reach Water Supply Schemes.
- Formulation of Township Policy based on the West Bengal Town & Country (Planning & development) Act 1979 and West Bengal Town & Country Planning (Development of Township Projects) Rules, 2008.
- Creation of Gangasagar Bakkhali Development Authority (in 2013), Furfura Sharif Development Authority (in 2015) & Tarapith Rampurhat Development Authority (in 2015).
- Amendment of the West Bengal Town and Country (Planning and Development ) Act, 1979 for formation of Eco – Tourism Board.
- Construction of house for urban poor under BSUP (Basic Services to the Urban Poor) has increased from 47,956 during 2007-2011 to 55,589 during 2011-2015.
- Commissioning of new Water Supply Scheme has increased from 62 during 2007-2011 to 73 during 2011-2015.
- Amount of Plan Expenditure out of State Budget has increased from Rs 3209.65 crore during 2007-2011 to Rs 5473.57 crore during 2011-2015.
- Construction of Gitanjali Stadium , up-gradation and renovation of Nazrul Mancha.
- Construction of Eco Tourism Park – Prakriti Tirtha at NewTown, Mandela Park at Burdwan, Eco Park at Dumurjala Lake area.
- Construction of Rabindra Tirtha, Nazrul Tirtha, Mothers Wax Museum, Kolkata International Convention Centre (under construction) at Newtown Kolkata Planning area.
- Beautification work of Elevated walkways at Milleneum park, Baishnabghata-Patuli Water Bodies – Benubanochaya, Howrah River Front, Rejuvenation /Development of Rabindra Sarobar Phase-I.
নগরোন্নয়নে নতুন দিশা দেখালো তৃণমূল
গত চার বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে নগর উন্নয়ন ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে।
রাস্তার সৌন্দর্যায়ন থেকে, নতুন থিম সিটি, জনপরিষেবা থেকে শুরু করে নতুন পরিকাঠামো সব কিছুতেই এই দপ্তর অনেক এগিয়ে।
পুর ও নগরোন্নয়ন দপ্তরের কিছু কৃতিত্ব:
- কলকাতায় ই এম বাইপাস সংলগ্ন এলাকা থেকে পার্ক সার্কাস পর্যন্ত নতুন ‘মা’ উড়ালপুল তৈরি হয়েছে।
- ধাপা সংলগ্ন এলাকায় জয়হিন্দ প্রকল্প, গার্ডেনরিচ জল প্রকল্প চালু হয়েছে।
- রাজ্য সরকার নতুন টাউনশিপ নীতি প্রণয়ন হয়েছে।
- ২০১৩ সালে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ, ২০১৫ সালে ফুরফুরাশরিফ উন্নয়ন পর্ষদ ও তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করা হয়েছে।
- ইকো ট্যুরিজম বোর্ড গঠন করার জন্য ওয়েস্ট বেঙ্গল টাউন এবং কান্ট্রি অ্যাক্ট ১৯৭৯ সংশোধন করা হয়েছে।
- ২০০৭-১১ সালে শহরের গরীব মানুষদের জন্য ৪৭,৯৫৬ টি গৃহ নির্মাণ হয়েছিল, সেই সংখ্যাটি ২০১১-১৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৫৮৯।
- ২০০৭-২০১১ সালে নতুন জল সরবরাহ প্রকল্পের সংখ্যা ছিল ৬২, ২০১১-১৫ সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩।
- ২০০৭-২০১১ সালে পরিকল্পিত ব্যয় ছিল ৩২০৯.৬৫ কোটি এবং ২০১১-১৫ সালে এর পরিমাণ ৫৪৭৩.৫৭ কোটি টাকা।
- গীতাঞ্জলি স্টেডিয়াম তৈরি হয়েছে। নজরুল মঞ্চ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে।
- রাজারহাটে ইকো ট্যুরিজম পার্ক তৈরি হয়েছে। এছাড়া নিউটাউনে প্রকৃতি তীর্থ, বর্ধমানে ম্যাণ্ডেলা পার্ক, ডুমুরজলা লেক এলাকায় ইকো পার্ক তৈরি হয়েছে।
- রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ, মাদারস ওয়াক্স মিউজিয়াম, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি হয়েছে নিউটাউন এলাকায়।
- মিলেনিয়াম পার্ক, বৈষ্ণবঘাটা-পাটুলি তে বেনুবনছায়া, হাওড়ায় গঙ্গাপাড়ের সৌন্দর্যায়ন থেকে রবীন্দ্র সরোবর লেকের উন্নয়ন ও সংস্করণ সব কিছুই করা হয়েছে তৃণমূল সরকারের আমলে।