Latest News

March 7, 2018

New night bus and tram services to be inaugurated today

New night bus and tram services to be inaugurated today

Bengal Government today launched night bus and tram services in Kolkata and its outskirts. The services were inaugurated by the Transport Minister at the government bus terminus adjacent to Howrah station.

Twenty-five buses and two trams are going to run every day from 10 PM to 5 AM. Thirteen bus routes and one tram route have been identified for the services.

The bus routes are as follows (in alphabetical order):

Howrah Station to Airport, via Kankurgachi and VIP Road

Howrah Station to Airport, via Shyambazar and Nagerbazar

Howrah Station to Ballygunge, via Dharmatala, Exide Crossing and Gariahat

Howrah Station to Ballygunge, via Sealdah, Minto Park, Deshapriya Park

Howrah Station to Barasat, via Kankurgachi and VIP Road

Howrah Station to Barasat, via Nagerbazar, Airport and Madhyamgram

Howrah Station to Barrackpore, via Shyambazar and BT Road

Howrah Station to Garia, via Dharmatala and Tollygunge

Howrah Station to Garia, via Dharmatala and Jadavpur

Howrah Station to Joka, via Khidderpore, Taratala and Behala

Howrah Station to Kamalgazi, via Sealdah, Beleghata and EM Bypass

Howrah Station to Karunamayee, via Sealdah, Beleghata and GD Island

Howrah Station to New Town, via Sealdah, Chingrighata and Nicco Park

Tram route:

Belgachia to Esplanade

 

কলকাতায় শুরু হল বিশেষ রাত্রিকালীন বাস ও ট্রাম পরিষেবা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাত্রী পরিবহনের সুবিধার্থে একটি অভিনব পদক্ষেপ নেওয়া হল রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে। কলকাতা শহর ও শহরতলি এলাকায় বিশেষ রাত্রিকালীন বাস ও ট্রাম পরিষেবার সূচনা করা হল।

হাওড়া স্টেশন সংলগ্ন সরকারি বাস টার্মিনাস থেকে এই পরিষেবার সূচনা করেন পরিবহন মন্ত্রী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য মন্ত্রীরা।

এই বাসগুলি হবে আধুনিক সুবিধাযুক্ত। পরিষেবা দেবে ২৫টি বাস ও ২টি ট্রাম। পরিষেবা চালু থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত। কয়েকটি নির্দিষ্ট রুটে এই বাসগুলি ও ট্রামগুলি চলবে নির্দিষ্ট সময়ের ব্যবধানে।

যে যে রুটে এই বাসগুলি চলবে, সেগুলি হলঃ-

হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট ভায়া কাঁকুড়গাছি, ভি.আই.পি রোড

হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্ট ভায়া শ্যামবাজার, নাগেরবাজার

হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর ভায়া শ্যামবাজার, বি.টি. রোড

হাওড়া স্টেশন থেকে বারাসাত ভায়া কাঁকুড়গাছি, ভি.আই.পি রোড

হাওড়া স্টেশন থেকে কামালগাজি ভায়া শিয়ালদহ, বেলেঘাটা, ই.এম. বাইপাস

হাওড়া স্টেশন থেকে গড়িয়া ভায়া ধর্মতলা, টালিগঞ্জ

হাওড়া স্টেশন থেকে গড়িয়া ভায়া ধর্মতলা, যাদবপুর

হাওড়া স্টেশন থেকে জোকা ভায়া খিদিরপুর, তারাতলা, বেহালা

হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ ভায়া ধর্মতলা, এক্সাইড, গড়িয়াহাট

হাওড়া স্টেশন থেকে করুণাময়ী ভায়া শিয়ালদহ, বেলেঘাটা, জি.ডি.আইল্যান্ড

হাওড়া স্টেশন থেকে নিউটাউন ভায়া শিয়ালদহ, চিংড়িঘাটা, নিক্কো পার্ক

শ্যামবাজার থেকে বারাসাত ভায়া নাগেরবাজার, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম

ডানলপ থেকে বালিগঞ্জ ভায়া শিয়ালদহ, মিন্টোপার্ক, দেশপ্রিয় পার্ক

যে রুটে ট্রামগুলি চলবে, সেটি হলঃ-

বেলগাছিয়া থেকে এসপ্ল্যানেড