Latest News

March 9, 2018

Names of Trinamool RS candidates from Bengal announced

Names of Trinamool RS candidates from Bengal announced

Chairperson Mamata Banerjee today announced the names of four Rajya Sabha candidates from Bengal at the extended core committee meeting of the party.

The candidates are: Nadimul Haque, Subhashish Chakraborty, Abir Ranjan Biswas and Dr Santanu Sen.

The party will support Congress candidate Abhishek Manu Singhvi for the fifth seat, Mamata Banerjee said, adding that the decision was taken keeping larger interests in mind.

 

তৃণমূলের রাজ্যসভা প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নজরুল মঞ্চে তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে বাংলা থেকে রাজ্যসভার চারটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দল যাদের মনোনয়ন দেবে তারা হলেন: নাদিমুল হক, শুভাশীষ চক্রবর্তী, আবির বিশ্বাস ও ডঃ শান্তনু সেন।

পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকেই সমর্থন করবে দল, ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, বলেন তিনি।