Latest News

January 14, 2018

Metiabruz to be showcased as hub for readymade garments

Metiabruz to be showcased as hub for readymade garments

Under the Trinamool Congress Government, during the last six years, the micro, small and medium enterprises (MSME) sector in Bengal has seen a remarkable turnaround.

In an effort to further cement the leading position of the state, the government will showcase Metiabruz in western Kolkata as a hub for readymade garments in a big way at the Bengal Global Business Summit (BGBS) 2018. This is expected to give a big boost to the MSME sector.

MSME and textiles have been major focus areas of Bengal in various business summits, including in BGBS. The 2018 edition of BGBS will be the fourth edition of this highly successful global business summit, initiated by Chief Minister Mamata Banerjee.

According to an official of the MSME Department, Bengal is the leader when it comes to readymade garments in the country, and Metiabruz contributes to the bulk of readymade garments across the city. However, the area is still unorganised, and so elaborate plans have been made to organise them and facilitate the traders so that they can export their produces to foreign countries.

BGBS 2018 will hold special sessions on textiles, apparel and engineering, involving the Apparel Export Promotion Council (AEPC), Clothing Manufacturers Association of India (CMAI) and Eastern India Garment Manufacturers and Exporters Federation (EIGMEF) in a big way.

মেটিয়াব্রুজকে রেডিমেড জামাকাপড়ের হাব হিসেবে তুলে ধরা হবে বাণিজ্য সম্মেলনে

তৃণমূল কংগ্রেসের শাসনকালে গত ৬ বছরে বাংলায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে অভাবনীয় বিকাশ হয়েছে।

এই শিল্পের উন্নয়নের ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে মেটিয়াব্রুজকে রেডিমেড জামাকাপড়ের হাব হিসেবে তুলে ধরা হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। এর ফলে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে আরও বড় জোয়ার আসবে বলে অনুমান করা হচ্ছে।
বিভিন্ন বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পে জোর দেওয়া হবে এবছরও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের চতুর্থ বর্ষ এবার।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের এক আধিকারিকের মতে, রেডিমেড জামাকাপড়ের ক্ষেত্রে বাংলা দেশের সেরা। তার মধ্যে মেটিয়াব্রুজে তৈরি জামাকাপড় ব্যাপক বিক্রি হয়। এই অঞ্চলের বাণিজ্য এখনও অসংগঠিত স্তরে রয়েছে। অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে এই অঞ্চলকে সংগঠিত করতে। যার ফলে এই জামাকাপড় বিদেশেও রপ্তানি করা যেতে পারে।

Source: Millennium Post