Latest News

April 7, 2018

Mamata Banerjee’s special focus on mother and child health

Mamata Banerjee’s special focus on mother and child health

In terms of health initiatives for mothers and children, Bengal has been playing a leading role in the country. Mother and Child Hub (MCH) is a unique concept in this respect, being conceptualised by none other than Chief Minister Mamata Banerjee, who is also the Health Minister. Then, at 25, Bengal has the lowest infant mortality rate (IMR) in India. Waiting Hut is another unique concept, which has been taken up as a model by the Central Government.

Achievements

MCH (operational): Seven Mother and Child Hubs (MCH) are providing yeoman service at Uluberia sub-divisional Hospital, Murshidabad Medical College and Hospital, Nadia District Hospital, Bankura Sammilani Medical College and Hospital, Malda Medical College and Hospital, Jalpaiguri District Hospital and Medical College and Hospital, Kolkata.

MCH (upcoming): The MCH at MJN Hospital in Cooch Behar is nearing completion. Another two MCHs are coming up at Canning in South 24 Parganas district and at Anupnagar in Murshidabad district.

Waiting Huts: For providing options for safe delivery to those mothers who stay in areas too far for accessing hospitals, the State Government has constructed fully manned and properly equipped Waiting Huts. Waiting Huts are functional under the jurisdictions of the rural hospitals (RH) in Gosaba, Madhabnagar (both South 24 Parganas district), Khulna (North 24 Parganas) and Chakulia (Uttar Dinajpur), Tufanganj Subdivisional Hospital (Cooch Behar), block primary health centres (BPHC) in Mahisail, Shaktipur (both in Murshidabad), Ratua (Malda) and Teghari (Hooghly) and, and Rampara Chanchara Primary Health Centre (Dakshin Dinajpur). The one at Uttar Latabari in Alipurduar district would be functional soon.

Institutional delivery: Institutional delivery in the state has increased from a meagre 65 per cent in2010 to 95 per cent in 2017.

Immunisation: Immunisation at present covers 94 per cent of the children of Bengal, and the government is steadily marching towards 100 per cent immunisation.

Comprehensive upgrading of maternal, newborn and paediatric services: A comprehensive upgrading of maternal, newborn and paediatric services have been undertaken at 68 High Case Load Faculties at the tertiary and secondary tiers, that is, those with an annual delivery load of more than 3,000. The upgrading, undertaken at an estimated cost of Rs 132.66 crore, includes the facilities of labour rooms, operation theatres, toilets, and power backups and drinking water at primary health centres (PHC), community health centres (CHC), subdivisional hospitals (SDH), state general hospitals (SGH) and rural hospitals (RH).

IMR: Bengal has achieved infant mortality rate (IMR) of 25 per 1,000 live births, which is much below the national average of 34.

SNCU and SNSU: In order to achieve the IMR of 25, 68 Sick Newborn Care Units (SNCU) and 307 Sick Newborn Stabilisation Units (SNSU) have been made functional.

PICU: Eleven Paediatric Intensive Care Units (PICU) are being augmented and four are being set up at 13 medical colleges including Dr BC Roy Post Graduate Institute of Paediatric Sciences and Chittaranjan Seva Sadan in Kolkata.

 

 

মাতৃ ও শিশু স্বাস্থ্যে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর

মা ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থায় বাংলা সারা দেশের মধ্যে পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসুত মাদার অ্যান্ড চাইল্ড হাব এক অনন্য প্রয়াস। বাংলায় শিশুমৃত্যুর হার – ২৫ – দেশের মধ্যে সব থেকে কম। ওয়েটিং হাট আরেকটি অনন্য প্রয়াস, যেটিকে কেন্দ্রীয় সরকার সারা দেশে মডেল করেছে।

সাফল্যঃ

মাদার অ্যান্ড চাইল্ড হাব (চালু)-উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নদীয়া জেলা হাসপাতাল, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাব অসাধারন সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে।

মাদার অ্যান্ড চাইল্ড হাব (চালু হবে)-কোচবিহারের মাদার অ্যান্ড চাইল্ড হাব ও এমযেএন হাসপাতাল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। আরও দুটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরী হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং ও মুর্শিদাবাদের অনুপনগরে।

ওয়েটিং হাট –যেসকল প্রসূতি মায়েরা হাসপাতাল থেকে বহুদুরে থাকেন, তাদের সুরক্ষিত প্রসবের জন্য রাজ্য সরকার তৈরী করেছে ওয়েটিং হাট। গোসাবার গ্রামীণ হাসপাতাল, দক্ষিণ ২৪ পরগনার মাধবনগর, উত্তর ২৪ পরগনার খুলনা, উত্তর ২৪ পরগনার চাকুলিয়া, কোচবিহারের তুফাগঞ্জ মহকুনা হাসপাতাল, মহিসালের ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, মুর্শিদাবাদের শক্তিপুর, মালদার রতুয়া, হুগলীর তেঘরি, দক্ষিণ দিনাজপুরের রামপাড়া চাঁচরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রর অধীনে ওয়েটিং হাবগুলি ভালো কাজ করছে। উত্তর লাটাবাড়ি ও আলিপুরদুয়ার জেলার ওয়েটিং হাবগুলি শীঘ্রই চালু হবে।

প্রাতিষ্ঠানিক প্রসব –২০১০ সালে প্রাতিষ্ঠানিক প্রসবের হার ছিল ৬৫ শতাংশ যা ২০১৭ সালে বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।

টীকাকরণ –এই মুহূর্তে রাজ্যে ৯৪ শতাংশ টীকাকরণ সম্পূর্ণ, রাজ্য ১০০ শতাংশ টীকাকরণের দিকে এগিয়ে চলেছে।

মা ও শিশুর পুষ্টির উন্নতি –গত ৬ বছরে মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিকাঠামোয় হয়েছে উন্নয়ন। ৬৮টি হাই কেস লোড ফ্যাকাল্টিস গ্রহণ করা হয়েছে সেসকল কেন্দ্রে যেখানে বার্ষিক ৩০০০ বা তারও বেশী প্রসব হয়। এই সমস্ত কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, জন স্বাস্থ্য কেন্দ্র, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল, ও গ্রামীণ হাসপাতালগুলিতে ১৩২.৬৬ কোটি টাকা ব্যয়ে লেবার রুম, অপারেশন থিয়েটার, শৌচালয়, আপৎকালীন বিদ্যুৎ যোগাযোগ ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

শিশু মৃত্যুর হার –বাংলায় শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২৫, যেখানে জাতীয় গড় ৩৪।

এসএনসিইউ ও এসএনএসইউ –শিশু মৃত্যুর হার কমাতে ৬৮টি নিউবর্ন কেয়ার ইউনিট এবং ৩০৭টি সিক নিউবর্ন স্টেবিলাইজেশন ইউনিট কাজ করছে।

পিআইসিইউ –১৩টি মেডিক্যাল কলেজে ১১টি পিআইসিইউের উন্নতি করা হয়েছে ও আরও চারটি তৈরী করা হচ্ছে। এই মেডিক্যাল কলেজের মধ্যে আছে ডক্টর বি সি রায় পোস্ট গ্র্যাজুয়েট ইন্সটিটিউট অফ পেডিয়াট্রিক সায়েন্সেস এবং চিত্তরঞ্জন সেবা সদন।