Latest News

October 25, 2017

Mamata Banerjee to preside over extended core committee meet today

Mamata Banerjee to preside over extended core committee meet today

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to preside over a core committee meeting scheduled to be held today at Nazrul Mancha.

All MPs, MLAs, district leaders up to the level of panchayat will be present at the meeting. The meeting gains special significance in view of the Panchayat election scheduled to be held next year.

It may be mentioned that in the administrative review meetings held in different districts in the past six months, Mamata Banerjee has repeatedly asked people’s representatives to build intense contact with the masses. In the recently held administrative review meeting in Jhargram on October 10, she instructed district leaders to cooperate with the administration in giving the best service to the people.

 

আজ বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নজরুল মঞ্চে বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একেবারে পঞ্চায়েত স্তর থেকে সকল নেতা, সমস্ত জেলা সভাপতি, বিধায়ক, সাংসদরা উপস্থিত থাকবেন এই বর্ধিত বৈঠক-এ। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রাখলে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত ছয় মাস ধরে জেলায় জেলায় চলছে প্রশাসনিক পর্যবেক্ষণ বৈঠক। মুখ্যমন্ত্রী সকল জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জনসাধারনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। অক্টোবর ১০-এ অনুষ্ঠিত ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দেন জনগণকে আরও ভালো পরিষেবা দিতে প্রশাসনকে সবরকম সাহায্য করতে।