Latest News

March 13, 2016

Mamata Banerjee leads campaign procession from Joka

Mamata Banerjee leads campaign procession from Joka

Mamata Banerjee led a campaign procession this afternoon from Joka to the stand for bus route number 14 in Behala.

This was the second such procession after the release of the party’s Manifesto on Friday.

Yesterday, she had led another triumphant procession through Khidderpore. Thousands of people from all walks of life had joined her in walking through the streets of the locality.

Mamata Banerjee is expected to hold more than one hundred and fifty rallies across the State, travelling to all the districts from the north to the south.

 

জোকায় পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের  

আজ জোকা থেকে বেহালা ১৪নং বাস স্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ইস্তাহার প্রকাশের পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় পদযাত্রা।

গতকাল খিদিরপুর থেকে মোমিনপুর পর্যন্ত একটি পদযাত্রা করেছেন। হাজার হাজার মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল।

সারা রাজ্য জুড়ে ১৫০টিরও বেশি কর্মীসভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তিনি প্রচার করবেন।