Latest News

April 22, 2016

We want to establish Bengal as the best in the world: Mamata Banerjee in Howrah

We want to establish Bengal as the best in the world: Mamata Banerjee in Howrah

Mamata Banerjee addressed three election rallies in Howrah district today,  in Bally, Dumurjola and Howrah North.

Yesterday Didi addressed four mass rallies in North 24 Pargana district at Aamdanga, Khardah, Belghoria and Shyamnagar.

In spite of the scorching summer heat, the Trinamool Chairperson has been travelling to the furthest corners of the State to reach out to the people and spread the message of  the developmental works done by the Trinamool Government.

Highlights of her speech in Howrah:

  • Eminent people from different sectors are contesting as Trinamool candidates
  • When I started the skywalk project in Dakshineshwar, the Opposition tried to stop the project
  • We have formed a development board for Bakreswar and Kankalitala
  • We have formed development boards for Furfura Sharif, Tarakeshwar and Patharchapuri
  • My work is to take Bengal ahead on the path of developmentI do not make any personal attacks, even against those who spread canards against me
  • I will not allow any insult to the culture of Bengal
  • We have set up a new Shilpa Tirtha on 200 acres of land at Belur
  • We have set up textile parks, we are ahead in MSME sector
  • Centre did not include any name from Bengal in the list of heritage circuit
  • What has CPI(M) done for 34 years except violence and murder?
  • The Opposition only indulges in smear campaign
  • We doubled our revenue income but Centre took away over Rs 1.53 lakh crore to repay the debt incurred by the Left
  • We want to establish Bengal as the best in the world

 

বাংলাই আগামিদিনে শিল্প ও সংস্কৃতির ডেসটিনেশঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়ায় আজ নির্বাচনী প্রচার করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার বালি, ডুমুরজোলা ও উত্তর হাওড়ায় তিনটি জনসভা করলেন নেত্রী।

গতকাল উত্তর২৪ পরগনায় প্রচার করেন তিনি। উত্তর২৪ পরগনার বেলঘড়িয়া, আমডাঙ্গা, খড়দা ও শ্যামনগরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটিতেই বিপুল জনসমাগম হয়েছিল।

এই প্রচণ্ড গরমেও সারা রজ্য জুড়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল নেত্রী এবং মানুষের কাছে গত সাড়ে চার বছরের উন্নয়নমূলক কাজের বার্তা পৌঁছে দিচ্ছেন।

 

এখানে তার বক্তব্যের কিছু বিষয়ঃ

  • বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা আমাদের প্রতিনিধি
  • রেলমন্ত্রী থাকাকালীন বেলুড় রেল লাইন তৈরি করেছিলামg
  • দক্ষিণেশ্বরকে আমি স্কাই ওয়াক দিয়ে যখন যোগ করতে চেয়েছিলাম তখন বিরোধীরা বাঁধা দিয়েছিল
  • বিরোধীদের বহুমুখী রূপ
  • তীর্থস্থানগুলি এখন খুব কনজেসটেড হয়ে গেছে সেগুলি না ভেঙে সংস্কার করতে হবে
  • পি বি সেলিমের মত ভালো ডি এম খুব কম আছেন
  • আমরা বক্রেশ্বর, কঙ্কালিতলা, নলহাটেশ্বরি,পাথরচাকুরি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করছি
  • ফুরফুরা শরিফের উন্নয়নের জন্য আমরা অনেক কাজ করেছি
  • বাংলাকে glorify  করা উত্তরনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার এই সব কাজ
  • বিরোধীরা সব সময় পচা কুমড়োর মত কুঁকড়ে আছে
  • আমি ছোটবেলা থেকে রাজনীতি করি
  • যারা আমার কুৎসা করে আমি তাদের ব্যক্তিগতভাবে কখনো আক্রমণ করি না
  • আমরা চাই না বাংলার সভ্যতা সংস্কৃতিকে কেউ দেউলিয়া করুক
  • রাজ্যের সর্বত্র অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে
  • ৬৮০০ কোটি টাকা ব্যয়ে ২০০ একর জমির ওপর শিল্পতীর্থ তৈরি হচ্ছে
  • বেলুড় আগামীদিনে সারা পৃথিবীতে ক্ষুদ্র ও বানিজ্যিক শিল্পের একটি টার্নিং পয়েন্ট হবে
  • বেলুড়ে MSME তৈরি হচ্ছে, টেক্সটাইল পার্ক তৈরি হচ্ছে
  • আমি পাবলিসিটি করে কাজ করি না
  • তীর্থস্থানগুলির নাম যখন ঘোষিত হয় তখন সেখানে দক্ষিণেশ্বর, বেলুরের নাম থাকে না
  • সিপিএম গনহত্যা, সন্ত্রাস ছাড়া কি করেছে? নেতাই, নন্দীগ্রাম, মরিচঝাঁপি, আমতা, ধানতলা, বানতলা ছাড়া কি করেছে সিপিএম?
  • এদের মগজে মরুভুমি
  • গত ৪ বছরে আমরা আমদের আয় দ্বিগুন করেছি
  • ১ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা আয়ের মধ্যে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে গেছে কেন্দ্র
  • সিপিএম ২ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে
  • MSME, স্কিল ডেভেলপমেন্ট, কন্যাশ্রী, ১০০ দিনের কাজে আমরা ১ নম্বরে
  • ৪ বছরে বাংলায় আমরা যা কাজ করেছি সারা বিশ্বে একদিন এটি গবেষণার বিষয় হবে
  • বাংলাই আগামিদিনে শিল্প ও সংস্কৃতির ডেসটিনেশন
  • বাংলাকে শিল্পসভ্যতা ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে গড়ে তোলাই আমাদের আগামিদিনের লক্ষ্য

 

তৃণমূল মানে ২ টাকা কিলো চাল,খাদ্য-সাথীর আহ্বান,

তৃণমূল মানে সবুজ সাথীতে, কন্যাশ্রীর জয়গান

 

তৃণমূল মানে ‘এগিয়ে বাংলা’,শিল্প, শিক্ষা, সংস্কৃতি;

তৃণমূল মানে চার বছরেই,পূর্ণ সকল প্রতিশ্রুতি।