April 26, 2016
Mamata Banerjee to address rallies at south 24 Parganas today

Mamata Banerjee will address four election campaign rallies at South 24 Parganas today. She will be holding mass meetings for the constituencies Raidighi, Baruipur and Bhangor.
The Trinamool Chairperson has already taken part in more than one hundred campaign rallies and padyatras in different parts of Bengal in spite of the scorching heat.
She had led a huge padyatra in her own constituency Bhowanipore on Sunday.
Yesterday, Mamata Banerjee held rallies in different part of south Kolkata at Theatre Road, Baghajatin, Patuli and Tollygaunge. People turned out in large numbers to show support towards Didi.
আজ দক্ষিণ ২৪ পরগণায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ দক্ষিণ ২৪ পরগণায় ৪টি প্রচার সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রায়দীঘি, বারুইপুর এবং ভাঙরে জনসভা করবেন তিনি।
ইতিমধ্যেই তৃণমূল নেত্রী ১০০টিরও বেশি জনসভা এবং পদযাত্রা করেছেন এই প্রচণ্ড গরমেও।
গত রবিবার তিনি তার নিজের কেন্দ্র ভবানিপুরে একটি বিশাল পদযাত্রা করেন।
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার থিয়েটার রোড, বাঘাযতীন, পাটুলি এবং টালিগঞ্জে জনসভা করেন এবং সবকোটি জনসভাতেই তার সমর্থনে বিপুল জনসমাগম হয়েছিল।