April 27, 2016
Mamata Banerjee to address rallies in South 24 Parganas and Hooghly today

Mamata Banerjee will address election campaign rallies in three districts today – at Joynagar, Mandirbazar and Maheshtala in South 24 Parganas, at Khidderpore in Kolkata and at Sreerampore in Hooghly.
The Trinamool Chairperson has already taken part in more than one hundred campaign rallies and padayatras in different parts of Bengal, in spite of the scorching heat.
On Tuesday, Mamata Banerjee held rallies in different part of South Kolkata – at Theatre Road, Bagha Jatin, Patuli and Tollygunge. People turned out in large numbers to show support towards her.
আজ হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ তিন জেলায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর,মন্দিরবাজারে ও মহেশ্তলায়, কলকাতার খিদিরপুর এবং হুগলি জেলার শ্রীরামপুরে জনসভা করবেন নেত্রী।
এই প্রচণ্ড গরমে সারা বাংলা জুড়ে তিনি নির্বাচনী প্রচার করছেন। ইতিমধ্যেই তিনি ১০০টির বেশি জনসভা ও পদযাত্রা করেছেন।
মঙ্গলবার তিনি ভাঙড়, বারুইপুর, মগরাহাট ও রায়দীঘিতে নির্বাচনী প্রচার করেছেন। প্রতিটি জনসভাতেই বিপুল জনসমাগম হয়েছিল।