Latest News

October 7, 2017

Mamata Banerjee pens promo song for U-17 World Cup

Mamata Banerjee pens promo song for U-17 World Cup

Bengal Chief Minister Mamata Banerjee has penned a promo song for the FIFA Under-17 World Cup; it was launched on September 20.

The World Cup started from October 6. The Vivekananda Yuba Bharati Krirangan in Kolkata will host 10 matches, including the final, from October 8 to October 28.

The song reflects the excitement and feelings associated with football. At the same time, the message of communal harmony has also been given through the song. The song has been launched in audio format, and a video format will come out soon.

The song will be distributed among Durga Puja organisers and it will be played in many Durga Puja mandaps.

The Chief Minister takes a keen interest in the development of sports in the state and taken a number of measures including setting up infrastructure, starting tournaments, and giving awards and monetary aids to sportspersons and clubs.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গত ২০সে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রোমো সং-এর উদ্বোধন হল।

এই বিশ্বকাপ শুরু হবে ৬ই অক্টোবর। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মত ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে ফাইনালও। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮সে অক্টোবর।

এই খেলায় মানুষের যে ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, সেটি গানে আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও আছে, এই গানটির অডিওটি প্রকাশিত হয়েছে, ভিডিওটি প্রকাশিত হবে খুব শীঘ্রই।

দুর্গা পুজো আয়োজকদের এই গানটি বিতরণ করা হবে ও এটি মণ্ডপগুলিতে চালানো হবে।

মুখ্যমন্ত্রী ২০১১ সাল থেকেই ক্রীড়া জগতকে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছেন। অনেক পদক্ষেপ নিয়েছেন যার মধ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে, টুর্নামেন্ট শুরু করা, ক্লাব ও খেলোয়াড়দের পুরস্কার ও অর্থনৈতিক অনুদানও আছে।

Source: Millennium Post