April 30, 2016
The history of East Medinipur speaks of rich heritage: Mamata Banerjee

Mamata Banerjee held massive election campaign rallies today in East Medinipur. She spoke at Egra, Chandipur and Panskura. Didi spoke on the surge of development the Trinamool Congress Government has brought in the district.
In Egra, Mamata Banerjee spoke about the rich heritage of the district and how it was surging ahead in the education sector.
On development, Didi said, “We have given scholarships to minority communities, Shikshashree, Kanyashree, ITI, Sabuj sathi, Karma Tirtha, Gatidhara, patta, to all. We have built roads, hospitals, bridges, polytechnic colleges and schools. We are the only ones to actually do something for Medinipur district. We have set up the Ghatal Master Plan project.”
Didi also spoke about the debt incurred from the CPI(M) government. “We have gained political freedom, but we are yet to get financial freedom. We are still paying the debt incurred by the CPI(M) government. They looted all the money and left behind skeletons.”
Speaking about the Opposition, the Trinamool Chairperson said, “They do not do any actual work, just spout big words. The CPI(M)-Congress-BJP have taken off their masks. They only come down from Delhi during the elections. I have tolerated all this lies and slander for a long time, but it is enough now,” she said.
পূর্ব মেদিনীপুরের ইতিহাস ঐতিহ্যপূর্ণঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আজ পূর্ব মেদিনীপুরে প্রচারসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের এগরা, চণ্ডীপুর এবং পাঁশকুড়ায় তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তার বক্তব্যে এই জেলার উন্নয়নের কথাই তুলে ধরেন।
এদিন এগরার জনসভা থেকে তৃণমূল নেত্রী বলেন, পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় অনেক এগিয়ে। এই জেলার ইতিহাস গর্বের ইতিহাস।
উন্নয়নের বাতাবরণ দেওয়ার মাধ্যমে তিনি বলেন, “সাধারণ মানুষ এখন সব রকম পরিষেবা পাচ্ছে। সংখ্যালঘুদের স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, আইটিআই, সবুজ সাথী, কর্মতীর্থ, ম९স্যযান, গতিধারা, পাট্টা সবকিছু আমরা পৌঁছে দিয়েছি সাধারণ মানুষের কাছে। সরকার ৪ বছরের মধ্যে রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, পলিটেকনিক কলেজ, স্কুল তৈরি করে দিয়েছি আমরা। এর আগে কেউ পূর্ব মেদিনীপুরের জন্য কোন কাজ করেনি। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান এর প্রজেক্ট তৈরি করে দিয়েছি”।
এদিন বিরোধীদেরও কড়া ভাষায় তিনি আক্রমণ করেন। এদিন তিনি বলেন, “রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা আমরা আজও পাইনি। এখনও আমরা সিপিএমের ঋণের বোঝা বহন করে চলেছি। ওরা ৩৪ বছরে বাংলাকে লুঠ করেছে আর বাংলাকে নরকঙ্কালে পরিণত করেছে”।
তিনি আরও বলেন, “বিরোধীদের কু९সা ও অপপ্রচার করা ছাড়া আর কোন কাজ নেই। সিপিএম-কংগ্রেস-বিজেপি ওদের মুখোশ এখন খুলে গেছে। শুধু নির্বাচনের সময় দিল্লি থেকে এসে বড় বড় কথা বলে। এতদিন ধরে অনেক কু९সা অপপ্রচার অন্যায় সহ্য করেছি আর নয়”।