March 25, 2016
Mamata Banerjee kickstarts her campaign in Jangalmahal

Mamata Banerjee began her campaign in Jangalmahal today with two rallies in Lalgarh and Goaltore in Paschim Medinipur district, followed by a padayatra through the town of Medinipur.
Since 2011, Mamata Banerjee has visited Jangalmahal more than 30 times, including to places like Bandwan, Baghmundi, Belpahari and the erstwhile hunger-stricken Amlashole, once the hotbed of left-wing extremism.
In her speech, the Trinamool Chairperson highlighted how the incidents of political violence have reduced in the last four and a half years. She said that Jangalmahal was smiling now, thanks to the numerous Kisan Mandis, ITIs, polytechnics, bridges, roads, new schools and colleges.
She also spoke at length about the benefits extended to the Adivasi brothers and sisters and unveiled a copy of the party’s Manifesto in Ol Chiki script. She highlighted the Khadya Sathi scheme under which Adivasis are getting rice at Rs 2 per kg.
The Chairperson requested the people of Jangalmahal to defeat CPI(M), Congress and BJP and bring Trinamool back to power to continue the surge of development in Jangalmahal.
জঙ্গলমহলে প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের
দলীয় প্রার্থীদের সমর্থনে আজ জঙ্গলমহলে প্রচার শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পশ্চিম মেদিনীপুর জেলায় লালগড় ও শালবনিতে সভা করেন তিনি। এরপর মেদিনীপুর শহরে একটি পদযাত্রাও করেন তৃণমূল নেত্রী।
২০১১ সাল থেকে প্রায় ৩০ বারেরও বেশি জঙ্গলমহলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বান্দোয়ান, বাঘমুণ্ডি, বেলপাহাড়ি এবং এক সময়ের ক্ষুধাপীড়িত এলাকা আমলাশোল, যেখানে বাম আমলে মাওবাদী নাশকতার প্রকোপ ছিল, সহ বহু জায়গায় তিনি বারবার এসেছেন এবং সমস্যার সমাধান করেছেন।
নিজের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের শান্তির পরিবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন যে গত সাড়ে চার বছরে জঙ্গলমহলে কোনও হিংসার ঘটনা ঘটেনি, এখানকার মানুষ এখন হাসছে। কিষান বাজার থেকে শুরু করে, আইটিআই, কলেজ, স্কুল, ব্রিজ ও রাস্তাঘাটের প্রসঙ্গ তুলে এই এলাকায় তিনি উন্নয়নের সামগ্রিক চিত্রটি তুলে ধরেন।
আদিবাসী ভাই ও বোনেদের জন্য তৃণমূল সরকারের আমলে নেওয়া সিদ্ধান্তগুলিও আবার স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল চিকি হরফে লেখা দলের ইস্তাহার প্রকাশ করে তিনি বলেন আদিবাসীদের উন্নয়ন ওনার লক্ষ্য। তৃণমূলনেত্রী খাদ্য সাথী প্রকল্পের কথাও উল্লেখ করেন।
তৃণমূলনেত্রী জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে আবেদন করেন তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করতে যাতে রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত থাকে।