March 12, 2018
Madhyamik: Trinamool to offer water to parents outside exam centres

March is the season of board examinations. Not just students, the parents of those appearing for these examinations also undergo a lot of pressure. It is specially excruciating for the parents who wait for two hours outside exam centres, in this scorching heat.
Trinamool always considers the service of people to be of prime importance. To ‘cool’ off the tension of the parents at exam centres, the party has decided to offer them cooling drinks and water. Water mixed with korpur and ice will be offered to the parents.
The party will also construct temporary shades outside the centres for the parents to sit and relax while their children write their papers inside.
The service will continue for the next 21 days, when Madhyamik exam will be on. This apart, several auto-rickshaw operator unions, belonging to the party, have decided to run free autos to ferry examinees to and from the Madhyamik exam centres.
অভিভাবকদের বরফ-কর্পূর জল খাওয়াবে তৃণমূল
মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের টেনশন, ভয় ও রক্তের উচ্চচাপ স্বাভাবিক। উদ্বেগ নিয়ে বসে থাকা অভিভাবকদের এই দুর্ভাবনা কমাতে তাদের হাতে বরফ-কর্পূর মেশানো জল তুলে দেবে তৃণমূল, সঙ্গে হালকা কিছু খাবার।
বরফ করবে জল ঠাণ্ডা, কর্পূর করবে জল শোধন।
আজ থেকে ২১ তারিখ পর্যন্ত পরীক্ষার সব কটা দিন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা অভিভাবকদের জন্য থাকছে এই ব্যবস্থা।
শুধু কলকাতা নয়, উত্তর-দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী-সহ প্রতিটি জেলায় প্রশাসনের সঙ্গে কথা বলে তাদের এই নিজস্ব সেবামূলক কর্মসূচী নিয়ে তৈরী তৃণমূল।
তৃণমূলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর নজির এ রাজ্যে নতুন নয়। পড়ুয়াদের জন্য বিনামূল্যে অটোর ব্যবস্থা তো থাকছেই। থাকছে টোটোও।
যেখানে যেখানে কর্পূর-বরফ জলের ব্যবস্থা থাকছে না, সেখানে থাকছে ঠাণ্ডা জল বা শরবতের ব্যবস্থা।
পরীক্ষাকেন্দ্রের বাইরে একটি প্যান্ডেল খাটানো থাকবে। থাকবে বসে বিশ্রাম করার পর্যাপ্ত ব্যবস্থা। রাখা থাকবে পুরসভার জলের গাড়ি। সমস্ত কাজ সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্রতি বিধায়ক তাঁর বিধানসভাকেন্দ্রেই থাকবেন।